HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

এটি পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিমান বাহিনীর 'ফ্লাইং ডিসপ্লে' নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি পুরোনো এবং এটি সংযুক্ত আরব আমিরাতের আল ফুরসান টিমের এয়ার শো চলাকালে ধারণ করা।

By - Md Abdullah Khan | 19 July 2022 4:04 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে বলা হচ্ছে, এটি গত মাসে অনুষ্ঠিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিমান বাহিনীর ফ্লাইং ডিসপ্লের ফুটেজ। ভিডিওটিতে বিমানের ফ্লাই পাস্ট দৃশ্য দেখতে পাওয়া যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২৬ জুন 'Abdur Rahim Joy' নামের ফেসবুক পেজ থেকে থেকে ভিডিও ক্লিপটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয় "জয়বাংলা জয়বঙ্গবন্ধু পদ্মা সেতু উদ্বোধনে বিমান ফ্লাইং ডিসপ্লে" স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয় বরং সংযুক্ত আরব আমিরাতের একটি এয়ার শো-এর।

ভাইরাল ভিডিও থেকে কী ফ্রেম কেটে রিভার্স সার্চ করার পর, স্টক ছবির ওয়েবসাইট শাটারস্টকে ভাইরাল ভিডিওর অনুরূপ এয়ার শো-এর একাধিক ছবি খুঁজে পাওয়া যায়। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ২০১৬ সালের ২২শে জানুয়ারি বাহরাইনের শাখির বিমানঘাঁটিতে অনুষ্ঠিত বাহরাইন আন্তর্জাতিক এয়ার শো তে, সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীর ডিসপ্লে টিম আল ফুরসানের ফ্লাইং ডিসপ্লে ও অ্যারোবেটিক শো-এর দৃশ্য। স্ক্রিনশট দেখুন--

ছবিগুলো দেখুন এখানে

ভিডিওর একাধিক দৃশ্যের স্থিরচিত্র খুঁজে পাওয়া যায় ছবি শেয়ারিং ওয়েবসাইট Dreamstime এর ওয়েবসাইটেও। সেখানে ক্যাপশনে ডিসপ্লেটি মরক্কোর মারাকেহে এয়ার শো'তে ২০১৬ সালের ২৮ এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীর ডিসপ্লে টিম আল ফুরসানের বলে উল্লেখ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--

ছবিটি দেখুন এখানে

এই সূত্রধরে সার্চ করার পর, 'Awais Ilyas' নামে একটি ইউটিউব চ্যানেলে একটু ভিন্ন কোণ থেকে নেওয়া বিমানের ফ্লাইংয়ের একটি ভিডিওর সাথে ফেসবুকে ভিডিওটি মিলে যায়। এই ইউটিউব ভিডিওর বিবরণে লেখা হয়েছে, ২০১৯ সালে দুবাই এয়ার শো তে সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীর ডিসপ্লে টিম আল ফুরসানের ফ্লাইং ডিসপ্লে'র দৃশ্য এটি। ভিডিওটি দেখুন--

Full View

আল ফুরসান সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীর বিশেষ প্রদর্শনী ইউনিট। মূলত বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিয়ে তারা এই ধরনের বর্ণিল ফ্লাইপাস্ট করে থাকে। আল ফুরসানের বিমানের রংয়ের সাথেও ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া বিমানের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, যা বাংলাদেশ বিমানবাহিনীর বিমানের রং থেকে আলাদা। ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া আল ফুরসান টিমের বিমান এবং পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া বাংলাদেশ বিমান বাহিনীর বিমানের একটি তুলনা দেখুন--

ফেসবুক পোস্টে দেখতে পাওয়া বিমান (বামে) এবং পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া বাংলাদেশ বিমান বাহিনীর বিমান( ডানে)

অর্থাৎ নিশ্চিতভাবেই ফেসবুকে ভাইরাল ফ্লাইপাস্টের ভিডিওটি বাংলাদেশ বিমানবাহিনীর পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ফ্লাইপাস্টের ফুটেজ নয়।

দৈনিক প্রথম আলো'র অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে পদ্মা সেতুর উদ্বোধনের দিন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের নির্দেশে এক বর্ণিল ফ্লাইপাস্টের আয়োজন করা হয়। প্রদর্শনীর ভিডিও খুঁজে পাওয়া গেছে বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলেও।

এছাড়া, গত ২৫ জুন পদ্মা সেতুর উপর ফ্লাইপাস্টের কিছু অংশ বাংলাদেশ বিমানবাহিনীর একজন সদস্যের ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। এই ভিডিওগুলো দেখেও নিশ্চিত হওয়া যায়, ফেসবুকে ভাইরাল ভিডিওটি পদ্মা সেতুর উদ্বোধনের দিনের প্রদর্শনীর অংশ নয়। Abdullah Al Mamun নামের বাংলাদেশ বিমানবাহিনীর ওই সদস্যের ফেসবুক আইডিতে পোস্ট করা পদ্মা সেতুর উপর ফ্লাইপাস্টের ভিডিওটি দেখুন--

Full View

সুতরাং আরব আমিরতের আল ফুরসান টিমের প্রদর্শনীর পুরোনো ভিডিওকে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের ভিডিও দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories