HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি ভারতের, বাংলাদেশ বা ইসকনের সাথে এর কোনো সম্পর্ক নেই।

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের পাঞ্জাবের জলন্ধরের একটি খামারে গরুর উপর নির্যাতনের সময়ে ধারণ করা।

By - Tausif Akbar | 10 Dec 2024 5:44 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে বলা হচ্ছে, আওয়ামীলীগ নেতাকে না পেয়ে তার গরুর উপর হামলা করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ৫ ডিসেম্বর ‘Raad Shahamat Najib’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, 'আওয়ামীলীগ নেতাকে না পেয়ে তার খামারের গরুগুলোকে নির্মমভাবে পিটিয়ে মারছে বিএনপি শিবিরের লোক। বোবাপ্রাণীও রক্ষা পায়নি এদের হাত থেকে।' পোস্টটির স্ক্রিনশট দেখুন--



এছাড়া ফেসবুকের কিছু অ্যাকাউন্ট থেকে (, , ) ভিডিওটি প্রচার করে বলা হয়েছে, বাংলাদেশে ইসকনের গরুর খামারে আক্রমণ করা হয়েছে।



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ভিডিওটি বাংলাদেশের কোনো আওয়ামীলীগ নেতার বা ইসকনের গরুর খামারে হামলার নয় বরং ভিডিওটি ভারতের পাঞ্জাবের জলন্ধরের একটি খামারে গরুর উপর নির্যাতনের সময়ে ধারণ করা।

ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ‘khabristanpunjabi.com’ নামের সাইটে গত ২৭ নভেম্বর “Jalandhar : A mute animal was brutally beaten in a dairy (অনূদিত)" শিরোনামে আলোচ্য ভিডিওটির দুইটি স্থিরচিত্র সহ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, পাঞ্জাবের জলন্ধরের জামশেরের একটি ডেইরিতে যুবকরা নির্দয়ভাবে গরু-ষাঁড়ের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে ভারতীয় আর এক সংবাদ মাধ্যম ‘দ্য ট্রিবিউন’-এ গত ২০ নভেম্বরে হালনাগাদকৃত “Outrage in Jalandhar as cow flogged to death, video viral” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

এতে উল্লেখ করা হয়, সোশ্যাল মিডিয়ায় গরুর উপর হামলার ভিডিওটি ভাইরাল হওয়ার পরে 'Animal Protection Foundation' এর শ্রীস্ত বক্সির নেতৃত্বে একদল লোক কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জামশের থানায় যাওয়ার আগে একটি বিক্ষোভ করেছিল।

আরো উল্লেখ করা হয়, জলন্ধরের পুলিশ কমিশনারের কাছে অভিযোগে করা হয়েছে যে, ঘটনাটি বেআইনি গোহত্যা এবং গরুর মাংস ব্যবসার সাথে জড়িত একটি বৃহত্তর নেটওয়ার্কের অংশ হতে পারে, যা পাঞ্জাব প্রহিবিশন অব কাউ স্লটার অ্যাক্ট- ১৯৫৫ এর অধীনে শাস্তিযোগ্য। এই ঘটনায় সদর থানায় পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



'Animal Protection Foundation' এর একজন সদস্য স্থানীয় ডিএসপি'র সাথে দেখা করেছেন বিষয়টি নিয়ে। এ বিষয়ে একটি ভিডিও পাওয়া যায় তাদের পেজে। এছাড়াও তাদের পেজে স্থানীয় পুলিশ কমিশনারের কাছে দেওয়া অভিযোগের কপি এবং স্থানীয় পুলিশের সাইট থেকে এফআইআরের একটি কপি-ও পাওয়া যায়। 

অর্থাৎ ভিডিওটি ভারতের পাঞ্জাবের জলন্ধরের একটি গরুর খামারে গরুর উপর নির্যাতনের সময়ে ধারণ করা।

সুতরাং সামাজিক মাধ্যমে ভারতের পাঞ্জাবের জলন্ধরের একটি গরুর খামারে গরুর উপর নির্যাতনের ভিডিওকে কেউ কেউ বাংলাদেশ আওয়ামীলীগ নেতার গরুর খামারের হামলার এবং কেউ কেউ বাংলাদেশে ইসকনের গরুর খামারে হামলার বলে প্রচার করছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories