সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন ব্যক্তির ছবি-ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, গতকাল ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শোক জানাতে গিয়ে হেনস্তার শিকার ব্যক্তি ঘৃণায় হার্ট অ্যাটাকে মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
আজ ১৬ আগস্ট 'Atn24live.com' নামের ভেরিফাইড একটি পেজ থেকে দাবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "ধানমন্ডি ৩২ নাম্বারে শোক জানাতে গিয়ে, বিবস্ত্র হয়ে, লাঞ্ছিত হওয়া ভদ্রলোক ক্ষোভে, অপমানে, ঘৃণায় হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ধানমন্ডিতে হেনস্তার শিকার ব্যক্তি বেঁচে আছেন বলে তাঁর ছেলে নিজের ফেসবুকে পোস্ট করে এবং বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
'ধানমণ্ডিতে হেনস্তার শিকার' কি-ওয়ার্ড ব্যবহার করে ইন্টারনেট ও গণমাধ্যমে সার্চ এর মাধ্যমে 'দৈনিক কালবেলা' -এ ১৬ আগস্ট "ধানমন্ডিতে হেনস্তার শিকার ব্যক্তির মৃত্যুর খবর সত্যি নয়" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এতে উল্লেখ করা হয়, "১৫ আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নাম্বারে সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গিয়ে দুর্বৃত্তদের হেনস্তার শিকার ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা সত্য নয়। তার মৃত্যুর কথা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে নানা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে সিরাজ উল কুদ্দুস ইমরান। হেনস্থার স্বীকার ওই ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস মাখন।" প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ এর মাধ্যমে আলোচ্য আব্দুল কুদ্দুস মাখন এর ছেলে 'সিরাজ উল কুদ্দুস ইমরান'-এর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন, উনার নাম আব্দুল কুদ্দুছ মাখন। আমি উনার বড়ো ছেলে সিরাজ উল কুদ্দুছ ইমরান। উনি মারা যায় নাই। জীবিত আছেন, মুমূর্ষু অবস্থায় আছেন.........। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
সিরাজ উল কুদ্দুস ইমরান এর কাছে জানতে চাইলে তিনিও বুম বাংলাদেশকে তার বাবার মারা যাওয়ার খবরটিকে গুজব বলে জানিয়েছেন।
অর্থাৎ ধানমন্ডিতে হেনস্তার শিকার আব্দুল কুদ্দুস মাখন ঘৃণায় হার্ট অ্যাটাকে মারা যাননি। তিনি জীবিত আছেন, তবে মুমূর্ষু অবস্থায় আছেন।
সুতরাং সামাজিক মাধ্যমে 'ধানমন্ডিতে হেনস্তার শিকার আব্দুল কুদ্দুস মাখন ঘৃণায় হার্ট অ্যাটাকে মারা গেছেন' মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।