সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, গ্রুপ ও পেজ থেকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, 'চাঁদের সবচেয়ে স্বচ্ছ ছবি। ছবিটি নাসার এক বিজ্ঞানী তুলেছেন। মূল ছবিটি প্রায় ৭৪ জিবি!!'। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১২ মে 'SSC Batch 2022 ✅' ফেসবুক গ্রুপ থেকে 'Joy Chowdhury' নামের একটি ফেসবুক আইডি থেকে আলোচ্য ছবিটি শেয়ার করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সম্প্রতি চাঁদের স্পষ্টতম ছবি হিসেবে ভাইরাল ছবিটি নাসার কোনো বিজ্ঞানীর তোলা নয়। বরং এন্থনি সালসি নামের একজন ফরাসি গবেষক চাঁদের সহস্রাধিক ছবিকে সমন্বিত করে ওই ছবিটি তৈরি করেছেন।
রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ইন্সটাগ্রামে Anthony Salsi নামে ফ্রান্সের একজন গবেষক ২০২১ সালের ১৪ই মার্চ 'astronophilos' নামের একাউন্ট থেকে আলোচ্য ছবিটি শেয়ার করে লিখেছেন, 'Here is my clearest third quarter Moon mosaic I have obtained taking 74GB of data days ago.' উক্ত ইন্সটাগ্রাম পোস্টে তিনি উল্লেখ করেন, একটি Maksutov 150/1800mm telescope এবং একটি iNova PLB Cx camera ব্যবহার করে তোলা প্রায় ৪২০০০ হাজার ছবির সমন্বয়ে তিনি চাঁদের ওই ইমেজটি বানিয়েছেন। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট 'Archyde' তাদের সাইটে 'The story of the clearest picture of the moon taken by NASA… Fact or installation?' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে যেখানে ফ্রান্সের সংবাদমাধ্যম এএফপিকে উদ্ধৃত করে বলা হয়েছে, চাঁদের ছবিটি নাসার কোনো বিজ্ঞানীর তোলা ছবি নয় বরং ছবিটি ফ্রান্সের একজন গবেষকের তৈরি করা। Archyde-র স্ক্রিনশট দেখুন--
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Anthony Salsi-র পরিচয় জানতে চেষ্টা করে তার ফেসবুক একাউন্টে গিয়ে জানা যায়, Université Côte d'Azur থেকে Astrophysics-এর উপরে পিএইচডি করে তিনি এখন ACRI-ST নামের একটি সংস্থায় কর্মরত। তবে, নাসার সাথে তার কর্মজীবনের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। Anthony Salsi-র ফেসবুকের অ্যাবাউট সেকশনের একটি স্ক্রিনশট দেখুন---
অর্থ্যাৎ, ফ্রান্সের গবেষকের তৈরি করা চাঁদের ছবিকে নাসার বিজ্ঞানীদের তোলা ছবি হিসেবে দাবি করা হচ্ছে।
সুতরাং, চাঁদের স্পষ্টতম ছবি বলে ভাইরাল ছবিটি নাসার বিজ্ঞানীদের তোলার দাবিটি সঠিক নয়।