HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভারতের মানচিত্রের মতো দেখতে বেহাল সড়কের ছবিটি বাংলাদেশের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি বাংলাদেশের কোনো সড়কের নয় বরং ভারতেরই একটি বেহাল সড়কের তোলা ছবি।

By - Tausif Akbar | 28 Sept 2023 12:02 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন ফেসবুক পেজে এবং গ্রুপে খানাখন্দ যুক্ত একটি বেহাল সড়কের ছবি (যা দেখতে ভারতের মানচিত্রের মত) পোস্ট করে দাবি করা হচ্ছে সড়কটি বাংলাদেশের। বলা হচ্ছে, এটি ভারতের প্রতি বাংলাদেশের ভালবাসার নিদর্শন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ২৭ আগষ্ট 'Mohammad Golam Kibria Sumon' নামক একটি ফেসবুক প্রোফাইল থেকে "চাঁদ থেকে পাঠানো বাংলাদেশের প্রথম ছবি। ভারতের প্রতি আমাদের একতরফা ভালবাসার সাক্ষী ওই আকাশ বাতাস চন্দ্র আর এই রাস্তা....." ক্যাপশনে একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে একটি সড়কের পিচ উঠে খানাখন্দ সৃষ্টি হয়ে সেটি অনেকটা ভারতের মানচিত্রের আকার ধারণ করেছে। ছবিটির উপর বড় অক্ষরে লেখা "ভারতের প্রতি বাংলাদেশের ভালবাসার নিদর্শন"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--


অর্থাৎ দাবি করা হচ্ছে ছবিটি বাংলাদেশের কোনো সড়ক বা রাস্তার।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ছবিটি বাংলাদেশের কোনো সড়কের নয়, এটি ভারতের একটি বেহাল সড়কের ছবি।

রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ভারতীয় গণমাধ্যম 'ইন্ডিয়া টাইমস' এ ২০১৮ সালের ৩১ আগস্ট "This Pothole's Uncanny Resemblance To The Map Of India Is Giving The Internet Fever" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে ছবিটিকে ভারতের বেহাল সড়কের ছবি হিসেবে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--




পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (টুইটারে) 'Suby #ReleaseSanjivBhatt' নামক একটি একাউন্টে আলোচ্য ছবি সহ ২০১৮ সালের ২৮ আগস্ট করা একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে তিনি ভারতের কেরালার রাস্তায় এই দৃশ্যটি দেখেছেন এবং কেরালার বন্যার কারণে এমনটি হয়েছে বলে উল্লেখ করেছেন। 

এছাড়াও ভারতীয় বিনোদন বিষয়ক সাইট 'Filmymantra' এর ভেরিফাইড ফেসবুক পেজে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর করা এক পোস্টে এই ছবিটিকে ভারতের বেহাল সড়কের ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে। দেখুন--


অর্থাৎ ছবিটি বাংলাদেশের নয় বরং ভারতেরই একটি বেহাল রাস্তা থেকে তোলা, রাস্তায় সৃষ্ট খানাখন্দে যার দৃশ্য অনেকটা দেশটির মানচিত্রের রূপ ধারণ করেছে।

সুতরাং ভারতের একটি বেহাল সড়কের ছবিকে বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories