সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি দেয়াল লিখনের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি শেখ হাসিনাকে নিয়ে এই দেয়াল লিখন কর্মসূচী পালিত হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৮ ডিসেম্বর ‘বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া’ নামক আইডি থেকে ছবিটি পোস্ট করে উল্লেখ করা হয়, “বাংলাদেশের জনপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নাম সবখানে লেখা হচ্ছে। আবার দেখা হবে সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ‘Once Again Sheikh Hasina’ দেয়াল লিখনের ছবিটি সাম্প্রতিক নয় বরং এটি চলতি বছরের জানুয়ারি মাসের। অর্থাৎ প্রায় এক বছর পুরোনো, এটি তার ক্ষমতায় থাকাকালের ঘটনা।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে “General Election Campaign In Dhaka” শিরোনামে স্টক ফটো ওয়েবসাইট ‘গেটি ইমেজে’ একই ছবি পাওয়া যায়। যেখানে উল্লেখ্য করা হয়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণার একটি অংশ। গত ২০২৪ সালের ২ জানুয়ারি ছবিটি তোলা হয়। ছবিটির চিত্রগ্রাহক রেহমান আসাদ। স্ক্রিনশট দেখুন--
একই সার্চে “A Make-or-Break Year for Democracy Worldwide” শিরোনামে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ‘টাইম’ ম্যাগাজিনেও একই ছবি খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, বাংলাদেশের আসন্ন নির্বাচন উপলক্ষ্যে একজন দেয়াল লেখক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান লিখছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ‘Once Again Sheikh Hasina’ দেয়াল লিখনের ছবিটি সাম্প্রতিক নয় বরং এটি এক বছর আগে তার ক্ষমতায় থাকাকালের ঘটনা।
সুতরাং শেখ হাসিনার নামে এক বছর আগের দেয়াল লিখনের ছবি সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।