সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের সূত্র দিয়ে একটি পোস্ট করে বলা হচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে আতিফ আসলামের কনসার্টে এসেছিলেন সাদ্দাম ও ইনান। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে। এছাড়া যমুনা টেলিভিশনের লোগো ছাড়া পোস্টকৃত ছবিটি দেখুন এখানে।
গত ৩০ নভেম্বর 'Mir Tarek' নামে একটি ফেসবুক আইডি থেকে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, "জীবনের ঝুঁকি নিয়ে আতিফ আসলামের কনসার্টে এসেছিলেন সাদ্দাম ও ইনান।" ফটোকার্ডটিতে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের সাথে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন ও শেখ ইনানকে ছবি তোলার জন্য পোজ দিতে দেখা যায়। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে আলোচ্য ফটোকার্ডটিও খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ছবিটি অন্তত ৯ মাস আগে ধারণ করা হয়েছিল।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে যমুনা টেলিভিশনের ওয়েবসাইটে এ ধরণের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি পত্রিকাটির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও এ ধরণের কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। আলোচ্য ফটোকার্ডে তারিখ ৩০ নভেম্বর উল্লেখ করা হলেও যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে ৩০ নভেম্বরে পোস্ট করা ফটোকার্ডগুলোর মধ্যে আলোচ্য ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়নি।
তবে, ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি সম্প্রচার মাধ্যম দেশ টিভির ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এবছরের ২০ এপ্রিল "ঢাকা মাতালেন পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম | Atif Aslam | Saddam | Enan | Dhaka |" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে এবছরের ২১ এপ্রিল "পশ্চিম পাকিস্তান ছাত্রলীগের সভাপতি Atif Aslam এর সাথে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সংগ্রামী সভাপতি Hussain Saddam ও ছাত্রলীগের বিপ্লবী সাধারন সম্পাদক Sheikh Enan🖤" ক্যাপশনে করা একটি ফেসবুক পোস্টে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
এরকম আরো দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে।
এদিকে, আলোচ্য ফটোকার্ডটি যমুনা টেলিভিশনের তৈরি কি না জানতে যমুনা টেলিভিশনের সাথে যোগাযোগ করলে টেলিভিশনটির যুগ্ম বার্তা সম্পাদক মুরশিদুজ্জামান হিমু আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেন।
অর্থাৎ পাকিস্তানি গায়ক আতিফ আসলামের সাথে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন ও শেখ ইনানের ছবিসহ কোনো ফটোকার্ড সম্প্রতি প্রচার করেনি যমুনা টেলিভিশন। এছাড়াও, পোস্টে সংযুক্ত ছবিটিও সাম্প্রতিক নয় বরং প্রায় ৯ মাস আগের। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর কনসার্টে অংশ নিতে বাংলাদেশে আসেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম।
সুতরাং যমুনা টেলিভিশনের ভুয়া ফটোকার্ড ব্যবহার করে ভিত্তিহীন তথ্য পোস্ট করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।