HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ড. মুহাম্মদ ইউনূসের সাথে সস্ত্রীক তামিম ইকবালের ছবিটি সম্পাদিত

বুম বাংলাদেশ দেখেছে, সস্ত্রীক তামিম ইকবালের শেখ হাসিনার সাথে তোলা পুরোনো ছবিতে ড. মুহাম্মদ ইউনূসের ছবি যুক্ত করা হয়েছে।

By - BOOM FACT Check Team | 18 Jan 2025 12:51 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনটি ছবি যুক্ত একটি কোলাজ ছবি পোস্ট করা হয়েছে। এর মধ্যে দুইটি ছবিতে সস্ত্রীক বাংলাদেশ জাতীয় দলের সদ্য সাবেক ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার সাথে এবং একটিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা গেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে, এখানে এখানে

গত ১২ জানুয়ারি ‘Shahriar Mohammed Anik’ নামের একটি অ্যাকাউন্ট থেকে কোলাজ ছবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “মানুষ মাত্রই তামিম ইকবাল!”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি সম্পাদিত। সস্ত্রীক তামিম ইকবালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তোলা একটি ছবিতে শেখ হাসিনার স্থলে ড. মুহাম্মদ ইউনূসের একটি ছবি যুক্ত করা হয়েছে।

কোলাজ ছবির প্রথম ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ‘দৈনিক প্রথম আলো’-এর অনলাইন সংস্করণে ২০১৩ সালের ২৭ জুন “তামিমের বৌভাতে খালেদা” শিরোনামে প্রকাশিত আলোচ্য ছবি সহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ক্রিকেটার তামিম ইকবালের বিবাহোত্তর বউভাত অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেসময়ের বিরোধীদলীয় নেতা; বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



কোলাজ ছবির দ্বিতীয় ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে তামিম ইকবালের ভেরিফাইড ফেসবুক পেজে ২০২৩ সালের ৭ জুলাই প্রকাশিত হুবহু ছবিটা পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--



কোলাজ ছবির তৃতীয় ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে তামিম ইকবালের ভেরিফাইড ফেসবুক পেজে ২০২৩ সালের ২৩ নভেম্বর প্রকাশিত মূল ছবিটা পাওয়া যায়। উভয় ছবির দৃশ্যপট ও বিভিন্ন বিষয়ের মিল পাওয়া যায়। ছবি থেকে দেখা যায় সস্ত্রীক তামিম ইকবালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তোলা একটি ছবিতে শেখ হাসিনার স্থলে ড. মুহাম্মদ ইউনূসের একটি ছবি যুক্ত করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের ছবিটির বিষয়ে সার্চ করে দেখা যায় তার একটি ভিডিও থেকে একটি দৃশ্যের স্থিরচিত্র নিয়ে আলোচ্য ছবিতে যুক্ত করা হয়েছে। তামিম ইকবালের ফেসবুক পেজে পাওয়া ছবি (বামে) এবং কোলাজ ছবির তৃতীয় ছবিটি ও ড. মুহাম্মদ ইউনূসের একটি ভিডিওর স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি তুলনামূলক মিল দেখুন--



অর্থাৎ আলোচ্য ছবিটিতে সস্ত্রীক তামিম ইকবালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তোলা একটি ছবিতে শেখ হাসিনার স্থলে ড. মুহাম্মদ ইউনূসের একটি ছবি যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য সম্প্রতি গত ১০ জানুয়ারি শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। এর আগে ২০২৩ সালের ৬ জুলাইতে আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তামিম ইকবাল। পরদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছিলেন তারকা বাঁহাতি ওপেনার। দেড় বছরের ব্যবধানে আবার বাংলাদেশ জাতীয় দল থেকে একেবারে সরে দাঁড়ালেন তিনি।

সুতরাং সামাজিক মাধ্যমে ক্রিকেটার তামিম ইকবালের সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সম্পাদিত ছবি প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories