সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, বলিউড অভিনেত্রী ও আইপিএলে পাঞ্জাব কিংসের অন্যতম স্বত্বাধিকারী প্রীতি জিনতার সাথে বাংলাদেশি ক্রিকেটার নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী রাব্বি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৫ এপ্রিল 'Ashraful islam atik' নামের একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে বলা হয়, "গতকাল আইপিএলে পাঞ্জাব কিংস ও গুজরাটের ম্যাচ শেষে পাঞ্জাব কিংসের মালিকের সাথে ক্যামেরা বন্দী হন বাংলার দুই কিংবদন্তি 💥 সোহান ডিভিলিয়ার্স ৭৯০০০০০ ° 💥 ও ইয়াসির দ্যা গেইল ব্যাটিং দানব 💥ধারণা করা হচ্ছে আইপিএল ২০২৫ এ পাঞ্জাবের হয়ে মাঠ মাতাবেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটিং দানব 💥"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি এডিটেড। বলিউড অভিনেত্রী এবং পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজির অন্যতম স্বত্বাধিকারী প্রীতি জিনতার সাথে শিখর ধাওয়ান ও টাইটানসের অধিনায়ক শুবমান গিলের ছবি এডিট করে নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী রাব্বির ছবি যুক্ত করে প্রচার করা হয়েছে।
সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে প্রীতি জিনতার সাথে আইপিএল সংক্রান্ত বিষয়ে বাংলাদেশি ক্রিকেটার নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী রাব্বির আলোচনা কিংবা ছবি তোলার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না।
পরবর্তীতে আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় বিনোদন বিষয়ক সংবাদ সংস্থা 'বলিউড হাঙ্গামা'-তে গত ৫ এপ্রিল "Preity Zinta poses with Shikhar Dhawan and Shubhman Gill after PBKS wins IPL match against Gujarat Titans" শিরোনামে প্রকাশিত মূল ছবি সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে বলা হয়, বলিউড অভিনেত্রী এবং পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজির অন্যতম স্বত্বাধিকারী প্রীতি জিনতা গত ৪ এপ্রিল সন্ধ্যায় গুজরাট টাইটানসের বিরুদ্ধে তার দলের রোমাঞ্চকর জয়ের পর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান ও টাইটানসের অধিনায়ক শুবমান গিলের সাথে ফ্রেমবন্দী হয়েছেন। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
এবারে উক্ত ছবিটি (বামে) ও আলোচ্য ফেসবুক পোস্টের ছবিটি (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ উক্ত ছবিতে শিখর ধাওয়ান ও শুভমান গিলের চেহারায় এডিট করে বাংলাদেশি ক্রিকেটার নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী রাব্বির চেহারা বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে বলিউড তারকা প্রীতি জিনতার সাথে বাংলাদেশি ক্রিকেটার সোহান ও রাব্বির এডিটেড ছবি প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।