সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে দৈনিক পত্রিকা ইত্তেফাকের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, ট্রাকভর্তি জিরা লুট করার ঘটনায় বাংলাদেশ জামায়াত ইসলামীর এক নেতা বহিষ্কার হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৪ জানুয়ারি ‘জেড ফোর্স আন্দোলন সেল Z-Force Andolon Cell’ নামের একটি পেজ থেকে পোস্ট করে উল্লেখ করা হয়, “জামাত যেভাবে হালাল ব্যবসার দিকে ঝুকছে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রচারিত ফটোকার্ড অনুযায়ী ট্রাকভর্তি জিরা লুট করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো নেতাকে বহিষ্কার করা হয়নি বরং একই অভিযোগে বহিষ্কৃত ব্যক্তিটি ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মাহিদুর রহমান ওরফে মাহাদী।
ফটোকার্ডে দৈনিক পত্রিকা ইত্তেফাকের লোগো থাকায় কি-ওয়ার্ড সার্চ করে ফেসবুকে প্রচারিত ভাইরাল দাবির পক্ষে ইত্তেফাকের অনলাইন এবং ভেরিফায়েড ফেসবুক পেজে কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো গণমাধ্যমেও আলোচ্য দাবির পক্ষে কোনো ধরণের তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে, কি-ওয়ার্ড সার্চ করে “ছাত্রদল নেতার নেতৃত্বে ট্রাকভর্তি জিরা লুট, গ্রেপ্তারের পর বহিষ্কার” শিরোনামে দৈনিক ‘ইত্তেফাক’ পত্রিকার অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনে প্রকাশিত ছবিটির সঙ্গে ফেসবুকের প্রচারিত ভাইরাল ফটোকার্ডের ছবির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। গত ১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায় ট্রাকভর্তি জিরা লুট করার ঘটনায় মাহিদুর রহমান ওরফে মাহাদী নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। ৩০ অক্টোবর রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কার হওয়া ছাত্রদল নেতার নাম মাহিদুর রহমান ওরফে মাহাদী ময়মনসিংহ জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি পদে ছিলেন। মাহিদুর রহমান ফুলপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল আজিজের ছেলে। স্ক্রিনশট দেখুন--
আলোচ্য প্রতিবেদনের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ইত্তেফাকের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্ট করতে দেখা যায়। গত ১ নভেম্বর করা ওই পোস্টের ফটোকার্ডটির সঙ্গে ভাইরাল ফটোকার্ডটির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ময়মনসিংহের মুক্তাগাছা এলাকায় ট্রাকভর্তি জিরা লুট করার ঘটনায় এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। ফটোকার্ডটি দেখুন--
ইত্তেফাকের পেজে পোস্টকৃত অরিজিনাল ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে ‘ছাত্রদলের’ জায়গায় ‘জামাত’ শব্দটি বসিয়ে ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে।
নিচে ইত্তেফাকের ভেরিফায়েড পেজে পোস্ট করা অরিজিনাল ফটোকার্ড (বামে) এবং ফেসবুকে প্রচারিত ভাইরাল সম্পাদিত ফটোকার্ড (ডানে) দুটির মধ্যে পার্থক্য দেখুন পাশাপাশি--
পাশাপাশি কি-ওয়ার্ড সার্চ করে জাগোনিউজ, বার্তা ২৪, প্রথম আলো ইত্যাদি সংবাদমাধ্যমের অনলাইনে একই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেসব প্রতিবেদনে বহিষ্কৃত ছাত্রদল নেতার ব্যাপারে তথ্য থাকলেও সেখানে জামায়াত সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ ট্রাকভর্তি জিরা লুটের ঘটনায় বহিষ্কৃত এক ছাত্রদল নেতার ছবিকে জামায়াত নেতার বলে প্রচার করা হচ্ছে।
সুতরাং ট্রাক ভর্তি জিরা লুটের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতার বহিষ্কারের ফটোকার্ড জামায়াত নেতার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।