সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিটি সিলেটে চলমান বন্যার। ছবিতে একটি পানিবদ্ধ স্থানে বহু মানুষকে দেখতে পাওয়া যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৮ জুন 'অনুভূতিツ' নামের ফেসবুক পেজ থেকে ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "সিলেট বাসীর বর্তমান অবস্থা। ইয়া আল্লাহ সকলকে রক্ষা করুন" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ছবিটি বাংলাদেশের নয় বরং পাকিস্তানের লাহোর শহরে একটি খালের।
ছবিটি সার্চ করার পর, চলতি বছরের আগে ছবিটি বিভিন্ন দেশের সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে। ২০১৭ সালে একাধিক দেশের সামাজিক মাধ্যমে ছবিটি মিয়ানমারের রোহিঙ্গাদের হত্যাযজ্ঞের দাবি করা প্রচার করা হয়। তৎকালে তুর্কি ফ্যাক্ট চেকিং সংস্থা টেইট এবং ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এর তথ্য যাচাইকারীরা ছবিটি যাচাই করে ছবিটি মিয়ানমারের নয় বরং পাকিস্তানের একটি খালের বলে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ছবিটি লাহোর শহরে খালে মানুষের গোসল করার সময় ধারণ করা। ফ্রান্স২৪-এর প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
এই সূত্র ধরে সার্চ করার পর, স্টক ছবির ওয়েবসাইট গেট্টি ইমেজেস-এ পাকিস্তানের লাহোরের উক্ত খালের একাধিক ছবি খুঁজে পাওয়া যায়। ছবির বিবরণ থেকে জানা যায়, লাহোর ক্যানেল পাকিস্তানের একটি জনপ্রিয় পর্যটন স্থান। প্রতি বছর বহু মানুষ গরমে এখানে গোসল করতে আসে। স্ক্রিনশট দেখুন--
গেট্টি ইমেজেস থেকে নেয়া স্ক্রিনশট এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখলে ছবি দুটি যে একই স্থানের তা আরও ভালো করে বোঝা যায়--
অর্থাৎ ছবিটি সিলেটের সাম্প্রতিক বন্যার নয় বরং পাকিস্তানের একটি খালের ছবি।
প্রসঙ্গত, সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত কয়েকদিন ধরে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণের কারণে ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বিভিন্ন নদ-নদীর পানি উপচে সিলেটের বিভিন্ন উপজেলাতে বন্যা দেখা দিয়েছে।
সুতরাং পাকিস্তানের লাহোর শহরের একটি খালের ছবিকে বাংলাদেশের সিলেট অঞ্চলের সাম্প্রতিক বন্যার দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।