সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে চলতি ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে স্বাগতিক কাতারের পরাজয়ের পর একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে ছবিটি ম্যাচ চলাকালীন সময়ের দৃশ্য। ছবিটিতে দেখা যায় আরবের ঐতিহ্যবাহী পোশাক পরা এক পুরুষ সমর্থক টি-শার্ট পরা এক নারী সমর্থকের কাঁধে হাত রেখে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২১ নভেম্বর '৯০০ কোটি টাকার পাপন একাডেমি থেকে বলছি" নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি শেয়ার করে লেখা হয়, "গতকালের ম্যাচে একমাত্র কাতারি, যে গতকালের ম্যাচে জিতেছে"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি চলতি বিশ্বকাপের নয় এবং নারী সমর্থকের গায়ের জার্সিটি ইকুয়েডর জাতীয় ফুটবল দলের নয়।
রিভার্স সার্চ করার পর, ছবিটি 'Troll Football' নামের একটি পেজে খুঁজে পাওয়া যায়, যা ২০১৯ সালের ২২ জুন পোস্ট করা হয়েছে। পেজটিতে নিয়মিত ফুটবল সংক্রান্ত নানান ব্যঙ্গাত্মক পোস্ট করা হয়।
এছাড়াও ছবিটি একই সময় অর্থাৎ ২০১৯ সালে একাধিক ব্যঙ্গাত্মক ওয়েবসাইটে পোস্ট করতে দেখা গেছে। এরকম একটি পেজ থেকে নেয়া স্ক্রিনশট দেখুন।
অর্থাৎ ছবিটি চলতি বছরের আগেই অনলাইনে খুঁজে পাওয়া যায় ফলে নিশ্চিত ভাবেই এটি ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের নয়।
আবার, নারী সমর্থকের গায়ের জার্সিটি ইকুয়েডরের নয় বরং কলাম্বিয়া জাতীয় ফুটবল দলের। মূলত চলতি বিশ্বকাপে ইউকুয়েডর জাতীয় ফুটবল দলের জার্সির রংয়ের সাথে কলাম্বিয়া দলের জার্সির মিল আছে। তবে দুটি দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার লোগো আলাদা। নিম্নে নারী সমর্থকের জার্সির সাথে দেশ দুটির ফুটবল সংস্থার লোগোর তুলনা দেখুন--
গুগল সার্চ করে দেখা যায়, তৎকালে ২০১৯ কোপা আমেরিকার এক ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে কাতারকে পরাজিত করে।
অর্থাৎ নারী সমর্থকের গায়ের জার্সিটি কলাম্বিয়া জাতীয় দলের।
সুতরাং ২০১৯ সালের কাতার-কলম্বিয়ার ম্যাচের দুই দর্শকের ছবিকে চলতি বিশ্বকাপের কাতার ইকুয়েডর ম্যাচের বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।