সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি অসুস্থ শিশু ও তার অভিভাবকের ছবি পোস্ট করে শিশুটির জন্য অর্থ সাহায্য আবেদন করা হচ্ছে, ভাইরাল পোস্টগুলোতে শিশুটির নাম সাইদুল বলে লেখা হয়েছে। পরিচয় হিসাবে লেখা হয়েছে শিশুটির পিতা: মো বাদল মিয়া, গ্রাম: বানিনগর, ইউনিয়ন: কাকিনা, থানা: কালিগঞ্জ, জেলা: লালমনিরহাট। বলা হয়েছে, শিশুটি পাকস্থলিতে টিউমার বহন করছে এবং আর্থিক সাহায্য পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক লেনদেন সেবা দাতা প্রতিষ্ঠান বিকাশ ও নগদ নম্বরও জুড়ে দেয়া হয়েছে পোস্টে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৫ জুলাই 'অভ্রনীল অভি' নামের একটি ফেসবুক আইডি থেকে করা এরকম একটি পোস্ট নিচের স্ক্রিনশটে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি বিভ্রান্তিকর ও প্রতারণাপূর্ণ। মূলত, আফসানা নামে ভারতীয় এক শিশুর ছবি দিয়ে তাকে বাংলাদেশের সাইদুল বলে দাবি করা হচ্ছে।
রিভার্স ইমেজ সার্চ করে ভারতের তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠান ইম্প্যাক্টগুরু-এর ( www.impactguru.com) ওয়েবসাইটে "With a belly 3X her size, Afsana needs a BMT to live. শিরোনামে একটি নিবন্ধে ছবিগুলো খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, শিশুটির নাম আফসানা এবং শিশুটি চেডিয়াক হিগাশি সিনড্রোম নামক একটি রোগে আক্রান্ত হয়ে একটি হাসপাতালে ভর্তি আছে। নিবন্ধে প্রমাণ হিসাবে হাসপাতালের ব্যবস্থাপত্র যুক্ত করে দেয়া হয়েছে। স্ক্রিনশট দেখুন--
ব্যবস্থাপত্রের স্ক্রিনশট--
পাশাপাশি, ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মটির অফিশিয়াল ফেসবুক একাউন্টেও শিশুটির জন্য অর্থ সহায়তা চেয়ে পোস্ট করতে দেখা গেছে। দেখুন--
অর্থাৎ নিশ্চিতভাবেই ছবিটি বাংলাদেশি কোন শিশুর নয়। পাশাপাশি, ফেসবুক পোস্টগুলোয় উল্লিখিত ব্যক্তিগত বিকাশ নম্বরে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া গেছে।
সুতরাং ভারতীয় শিশুর ছবি জুড়ে দিয়ে তাকে বাংলাদেশি শিশু দাবি করে সামাজিক মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য ছাড়াই আর্থিক সহায়তার আবেদন জানানো হচ্ছে, যা প্রতারণাপূর্ণ।