সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপ থেকে বেসরকারি সম্প্রচারমাধ্যম চ্যানেল আই এর লোগো যুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে বলা হয়, কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এইডস রোগে আক্রান্ত হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৪ জুন 'Engr Shaiful Islam' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, "এ কেয়া হুয়া?? -আগামীতে সংসদে গান গাইবো কেডা.!" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। বেসরকারি সম্প্রচারমাধ্যম চ্যানেল আই নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে জানিয়েছে।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে কণ্ঠশিল্পী ও সাবেক সাংসদ মমতাজ বেগম এইডস রোগে আক্রান্ত হয়েছেন, এমন কোনো প্রতিবেদন চ্যানেল আই’য়ের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ ধরণের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডে উল্লিখিত দাবিটি সঠিক নয় বলে চ্যানেল আই এর ফেসবুক পেজে ৪ জুন একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, চ্যানেল আই অনলাইনের কার্ড ব্যবহার করে প্রকাশিত সংবাদটি সত্য নয়। এ ধরনের কোনো সংবাদ চ্যানেল আই অনলাইনে প্রকাশিত হয়নি এবং সংবাদটি পুরোপুরি মিথ্যা। চ্যানেল আই এর ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ চ্যানেল আই এর লোগো ব্যবহার করে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এইডস রোগে আক্রান্ত দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে। চ্যনেল আই এমন খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং চ্যানেল আই এর লোগো ব্যবহার করে শিল্পী মমতাজকে নিয়ে ভিত্তিহীন তথ্য সহ ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।