HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছাত্র ও শিক্ষিকার অন্তরঙ্গ ফটোশুটের ঘটনাটি বাংলাদেশের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি ভারতের কর্ণাটক রাজ্যের একটি স্কুলের শিক্ষিকা এবং ওই স্কুলেরই দশম শ্রেণীর একজন ছাত্রের।

By - Ummay Ammara Eva | 1 Jan 2024 12:34 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি, পেজ ও গ্রুপে শিক্ষিকা ও ছাত্রের অন্তরঙ্গ কয়েকটি ছবির কোলাজ পোস্ট করে দাবি করা হচ্ছে, ঘটনাটি বাংলাদেশের একটি স্কুলের ছাত্র ও শিক্ষিকার মধ্যে শিক্ষা সফরের সময়ে ঘটেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ২৯ ডিসেম্বর 'সত্যের পথে সংগ্রাম' নামে  একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "শিক্ষা সফরে গিয়ে ছাত্রের সঙ্গে শিক্ষিকার অন্তরঙ্গ ফটোশুট,,এতে অবাক হওয়ার কিছু নেইএটাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার লজ্জিত নিন্দিত এবং ঘৃণিত বাস্তবতা,,"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ছবিটির আরেকটি স্পষ্ট ভার্সন দেখুন আরেকটি ফেসবুক পোস্ট থেকে--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মূলত আলোচ্য পোস্টে দেখানো ছবিটি ভারতের কর্ণাটক রাজ্যের একজন স্কুল শিক্ষিকা ও একই স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রের।

কি-ওয়ার্ড সার্চ করে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে-র ওয়েবসাইটে "Karnataka teacher and student's photoshoot goes viral. Internet reacts" শিরোনামে প্রচারিত একটি সংবাদে প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "কর্ণাটকের এক স্কুল শিক্ষিকা এবং তাঁর ছাত্রের ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ ঘটনায় ইন্টারনেট দুনিয়া ক্ষিপ্ত হয়ে উঠেছে।" মূলত, ভারতের কর্ণাটক রাজ্যের চিক্কাবাল্লাপুরে শহরের মুরুগামাল্লা নামক একটি স্থানের একটি সরকারী স্কুলের শিক্ষিকা তারই স্কুলের দশম শ্রেণীর ছাত্রের সাথে ওই ফটোশুট করেন। স্ক্রিনশট দেখুন--


আরো সার্চ করে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনের ওয়েবসাইটে "Karnataka Teacher's 'Romantic' Photoshoot With Student on Educational Trip Goes Viral" শিরোনামে একটি প্রতিবেদনেও আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য। স্ক্রিনশট দেখুন--


এছাড়াও ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ, হিন্দুস্তান টাইমস, এনডিটিভিইন্ডিয়া টিভির ওয়েবসাইটেও একই বিষয়ে অভিন্ন দাবিতে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ আলোচ্য পোস্টের ছবির ঘটনাটি বাংলাদেশের নয় বরং ভারতের কর্ণাটক রাজ্যের এক স্কুল শিক্ষিকা ও তার ছাত্রের তোলা ছবি।

সুতরাং ভারতের এক স্কুল শিক্ষিকা ও তাঁর ছাত্রের ভাইরাল ছবিকে বাংলাদেশে শিক্ষা সফরে গিয়ে ছাত্র ও শিক্ষিকার অশালীন ফটোশুট বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories