HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

খালেদা জিয়ার গাড়ি বহরের ছবিটি বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চালুর দিনের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি ১৯৯৯ সালের ১৬ মে বিএনপি কর্তৃক 'রোড মার্চ' আন্দোলনের সময়ের।

By - Mamun Abdullah | 26 March 2024 11:55 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ, আইডি ও গ্রুপ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি গাড়ি বহরের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ২০০৩ সালের ১৪ আগস্ট যমুনা সেতুতে রেল চালু হওয়ার দিন খালেদা জিয়ার এই ছবিটি তোলা হয়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

২৩ মার্চ 'বাংলাদেশ 4554 ইউনিয়ন ছাত্রদল'''"' নামের একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "যমুনা সেতুতে রেল চালু হওয়ার দিন সিল্ক সিটি ট্রেন, ১৪ই আগস্ট, ২০০৩ সাল।৷ ছবি কালেক্ট।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের এই ছবিটি ১৯৯৯ সালের ১৬ মে বিএনপি ঘোষিত 'রোড মার্চ' আন্দোলনের সময়ের তোলা। ২০০৩ সালের ১৪ আগস্ট বঙ্গবন্ধু সেতুতে সিল্কসিটি ট্রেন উদ্বোধনের দিনে তোলা নয়।

ভাইরাল এই ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে "‘BANGLADESH - POLITICS" শিরোনামে এএফপির একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের ছবিটির সঙ্গে আলোচ্য ছবিটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। ছবিটির ব্যাপারে বলা হয়, "১৯৯৯ সালের মে মাসে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)  প্রধান বেগম খালেদা জিয়া ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জনসমর্থন জোগাতে সরকার বিরোধী আন্দোলন “রোড মার্চ” এর অংশ হিসেবে উত্তর-পশ্চিম সীমান্ত শহর পঞ্চগড়ে তিন দিনব্যাপী ৪৫০ কিলোমিটারের ভ্রমণ করেন। আলোচিত ছবিটি এই আন্দোলন চলাকালীন ১৯৯৯ সালের ১৬ মে খালেদা জিয়ার যমুনা নদীর উপর তৈরি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার সময়ের।" স্ক্রিনশট দেখুন-- 


এএফপিতে প্রকাশিত ছবি (বামে) এবং ফেসবুকে ভাইরাল ছবি (ডানে) দুটির মধ্যে সাদৃশ্য দেখুন পাশাপাশি-- 



একই সার্চে ফটো স্টকার Getty Images এর ওয়েবসাইটে একই শিরোনামে আরও একটি ছবি খুঁজে পাওয়া যায়। যার সাথে আলোচ্য ছবিটির সঙ্গে মিল রয়েছে। এখানেও ছবিটির ব্যাপারে একই তথ্য দেয়া হয়েছে। স্ক্রিনশট দেখুন-- 



এএফপির প্রতিবেদনের পাওয়া তথ্য অনুযায়ী সার্চ করে ইতিহাসভিত্তিক অনলাইন সংগ্রহশালা 'সংগ্রামের নোটবুক' এ থাকা সেসময়ে (১৬ মে ও ১৭ মে, ১৯৯৯) ইত্তেফাকে প্রকাশিত সংবাদের আর্কাইভ খুঁজে পাওয়া যায়। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ১৯৯৯ সালের ১৬ মে "রোড মার্চ : বঙ্গবন্ধু সেতু অতিক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার" ও "রোড মার্চ: বিএনপির সহিত সরকারের সমঝোতার শর্ত" এবং ১৭ মে "চার বিরোধী দলের রোড মার্চ শুরু" শিরোনামে দুইটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এসব প্রতিবেদনের তথ্যের সাথে এএফপিতে পাওয়া তথ্যের মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ আলোচ্য ছবিটি ১৯৯৯ সালের ১৬ মে বিএনপি ঘোষিত 'রোড মার্চ' আন্দোলনের সময়ে তোলা।

সুতরাং বিরোধী দলীয় নেত্রী থাকাকালে রোড মার্চের বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের একটি ছবিকে, ২০০৩ সালের ১৪ আগস্ট যমুনা সেতুতে সিল্কসিটি ট্রেন উদ্বোধনের দিনের ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর। 

Related Stories