HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সজীব ওয়াজেদ জয় ও ময়ুখ রঞ্জনের এই ছবিটি এডিটেড

বুম বাংলাদেশ দেখেছে, ছবিতে সজীব ওয়াজেদ জয়ের সাথে থাকা মোহাম্মদ আরাফাতের চেহারা এডিট করে ময়ুখ রঞ্জনের মুখ বসানো হয়েছে।

By - Ummay Ammara Eva | 8 Dec 2024 10:47 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক আইডি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আওয়ামী লীগ সদস্য সজীব ওয়াজেদ জয় এবং ভারতের রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ুখ রঞ্জন ঘোষের একটি ছবি শেয়ার করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এখানে

গত ২ ডিসেম্বর 'Tarak Rahman Kausar' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "লীগের পাঁ চাঁটা গোলাম, কোলকাতার কুলাঙ্গার, লীগের গোলামী করা ও তার চ্যানেলে ভিউ বারানোর জন্য বাংলাদেশ নিয়ে ৫ তারিখের পর থেকে নানান বিষয় নিয়ে গুজব ছড়াচ্ছে,"। পোস্টে যুক্ত ছবিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভারতের রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ুখ রঞ্জন ঘোষের একটি ছবি দেখতে পাওয়া যায়। এছাড়া ছবিটির উপরে লেখা থাকতে দেখা যায়, রিপাবলিক টিভির ময়ুখ রঞ্জন ঘোষ জয়ের বন্ধু। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে যুক্ত ছবিটি এডিটেড।  সজীব ওয়াজেদ জয় এবং ঢাকা ১৭ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাতের একটি ছবিকে আরাফাতের চেহারা এডিট করে ময়ূখ রঞ্জন ঘোষের চেহারা বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ঢাকা ১৭ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাতের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) একাউন্ট 'Mohammad A. Arafat'-এ আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। এক্স পোস্টটি দেখুন--

'Had a meeting with @sajeebwazed this evening. Discussed about the Dhaka-17 by-election and also about the the upcoming national election. National and international politics was also part of our discussion. It was a good meeting.'


এবারে, আলোচ্য ছবিটি এবং এক্স পোস্টটি থেকে প্রাপ্ত ছবিটি দেখুন পাশাপাশি--


অর্থাৎ সজীব ওয়াজেদ জয় এবং ময়ুখ রঞ্জন ঘোষের আলোচ্য ছবিটি সত্যিকারের ছবি নয় বরং এডিট করে তৈরি করা। উল্লেখ্য সম্প্রতি রিপাবলিক বাংলা নামে পশ্চিমবঙ্গ ভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলের উপস্থাপক ময়ুখ রঞ্জন ঘোষ বাংলাদেশকে নিয়ে ভুয়া খবর ছড়িয়ে এবং বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে পরিচিতি পান।

সুতরাং একটি এডিটেড ছবি বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Tags:

Related Stories