HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিটি ফুটবলার কাকার ব্রাজিল দলের কোচের দায়িত্ব গ্রহণের নয়

বুম বাংলাদেশ দেখেছে, গত মে মাসে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের অধীনে কোচিং লাইসেন্স গ্রহণের পর ছবিটি কাকা প্রকাশ করেন।

By - Md Abdullah Khan | 28 Dec 2022 10:33 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে ব্রাজিল ফুটবল দলের সাবেক তারকা রিকার্ডো কাকার ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, কাকা ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছেন। ছবিটিতে কাকা'কে একটি সার্টিফিকেট হাতে পোজ দিতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২৫ ডিসেম্বর 'Afnan Akash' নামের একটি ফেসবুক আইডি থেকে থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "ব্রাজিলের নতুন কোচ??❤️ রিকার্ডো কাকা??"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মূলত গত মে মাসে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের অধীনে একটি কোচিং লাইসেন্স গ্রহণের পর কাকা নিজেই ছবিটি প্রকাশ করেছিলেন।

রিভার্স ইমেজ সার্চ করার পর, কাকার ইনস্টাগ্রামে ছবিটি খুঁজে পাওয়া যায়, যা গত ১৭ মে পোস্ট করা হয়েছে। ইন্সটাগ্রামের পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "Mais um curso concluído ✔️ Treinador habilitado ✔️ só falta o time agora (Another course completed ✔️ Qualified coach ✔️ just need the team now)।

কাকার এই ছবিটি একই তথ্য সহ তৎকালে ব্রাজিলের ক্রিড়া বিষয়ক সংবাদমাধ্যম TNT Sports-এর টুইটার একাউন্টেও পোস্ট করা হয়।

এই সূত্র ধরে সার্চ করার পর, স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস-এ "Kaká, listo para dar el salto ( ইংরেজি অনুবাদ- Kaká, ready to jump)" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, তৎকালে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের অধীনে ফুটবল প্রশিক্ষণের উপর একটি কোর্স সম্পন্ন করে কোচিং লাইসেন্স গ্রহণ করেন রিকার্ডো কাকা। স্ক্রিনশট দেখুন--


অর্থাৎ ছবিটি ব্রাজিলের নতুন কোচ হিসাবে ফুটবলার কাকার দায়িত্ব গ্রহণের নয়। বরং একটি প্রশিক্ষণ শেষে কোচিং লাইসেন্স গ্রহণের।

প্রসঙ্গত ২০২২ কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পরপরই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান ব্রাজিলের কোচ তিতে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের জন্য নতুন কোনো কোচ নিয়োগের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়নি।

সুতরাং ব্রাজিল ফুটবল দলের কোচ হিসাবে সাবেক তারকা ফুটবলার কাকা'র দায়িত্ব গ্রহণের খবরটি সঠিক নয়।

Tags:

Related Stories