HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

জিয়ার নামে স্লোগান দেওয়া ব্যক্তি আবেদ আলী নন

বুম বাংলাদেশ দেখেছে, জিয়ার নামে স্লোগান দেওয়া ব্যক্তি ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন।

By - Mamun Abdullah | 12 July 2024 11:26 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এক ব্যক্তির স্লোগান দেওয়ার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত পিএসসির সাবেক চেয়ারম্যান তহমিনা বেগমের গাড়িচালক সৈয়দ আবেদ আলী। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানেএখানে

গত ৯ জুলাই 'Siddique Nazmul Alam' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একটি রিলস ভিডিও পোস্ট করে লেখা হয়, "পিএসসির চেয়ারম্যান তাহমিনা বেগম (২০০২-২০০৭) এর ড্রাইভার অলরাউন্ডার"। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে স্লোগান দেওয়া এই ব্যক্তি বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত পিএসসির গাড়িচালক সৈয়দ আবেদ আলী নন বরং তিনি বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন।

প্রথমে আলোচ্য ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে কাঙিক্ষত কোনো ফলাফল পাওয়া যায়নি।

পরে আলোচ্য পোস্টটি পর্যবেক্ষণ করে পোস্টের কমেন্ট সেকশনে 'Imran Salehin Nibir' নামের একটি আইডি থেকে 'Adv Md Abul Hossan' নামের একটি আইডির লিংক কমেন্ট করতে দেখা যায়। যেখানে তিনি লেখেন, "স্বর্গফেরত আবেদ আলী না এটা।" স্ক্রিনশট দেখুন-- 



পরবর্তীতে 'Adv Md Abul Hossan' নামের একটি আইডিতে গিয়ে সার্চ করে আলোচ্য ভিডিওটির অরিজিনাল ভার্সন খুঁজে পাওয়া যায়। 'সময়ের গর্জন' নামের পেজ থেকে পোস্ট করা এই ভিডিওটি শেয়ার করে 'Adv Md Abul Hossan' লেখেন, "বিএনপি কতৃক আয়োজিত সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনায়, রমনা ইন্জিনিয়ারিং ইনিস্টিউটে।" স্ক্রিনশট দেখুন--



শেয়ার করা ফেসবুক পোস্টটির প্রিভিউ দেখুন--

Full View


শেয়ার করা পেজ 'সময়ের গর্জন' থেকে করা পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



পরে 'Adv Md Abul Hossan' আইডিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব। স্ক্রিনশট দেখুন-- 



এদিকে, আলোচ্য ভিডিওর ব্যক্তি ও এডভোকেট আবুল হোসেনের ফেসবুক একাউন্টে থাকা বিভিন্ন ছবি পর্যবেক্ষণ করে দেখা যায়, দুজন একই ব্যক্তি। আলোচ্য ভিডিওর ব্যক্তি ও ওলামা দলের নেতা এডভোকেট কাজী আবুল হোসেনের আইডি থেকে নেয়া তার একটি ছবির সাদৃশ্য দেখুন পাশাপাশি--



এছাড়া কি-ওয়ার্ড সার্চ করে "জিয়ার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে স্লোগানদাতা ব্যক্তি সৈয়দ আবেদ আলী নন" শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে একটি ফ্যাক্ট চেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, ভিডিওটি নিজের বলে নিশ্চিত করেন ওলামা দলের সদস্য সচিব কাজী আবুল হোসেন। স্লোগান দেওয়ার ভিডিওটি গত ২৯ মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবদল ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয়। 

অর্থাৎ আলোচ্য ভিডিওতে জিয়ার নামের স্লোগান দেয়া ব্যক্তি পিএসসির গাড়ি চালক আবেদ আলী নন বরং তিনি জাতীয়তাবাদী ওলামা দলের নেতা এডভোকেট কাজী আবুল হোসেন। 

সুতরাং জিয়াউর রহমানের নামে স্লোগান দেয়া ব্যক্তিটি প্রশ্নফাঁসে জড়িত পিএসসির কর্মচারী সৈয়দ আবেদ আলী দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর। 

Related Stories