সম্প্রতি ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজে থেকে আকিজ মটরসের ৩ চাকা বিশিষ্ট ইলেকট্রিক বাইক 'সাথী' বাজারে নিয়ে আসার খবর একাধিক অনলাইন পোর্টালের লিংকসহ পোস্ট করা হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৩ অক্টোবর 'এন্টি ভাইরাস' নামের ফেসবুক পেজ থেকে অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে বলা হয়, "আকিজের ৩ চাকা চার্জার গাড়ি মাত্র ২০০০০ টাকা, চলবে ৪-৫ঘন্টা!!"
হুবহু একই শিরোনামে প্রকাশিত অনলাইন পোর্টালের খবরটির ডেটলাইন "August 22, 2021" এবং খবরটিতে বলা হয়,
"সাথী নামে একটি নতুন মোটর বাইক নিয়ে এলো আকিজগ্রুপ। ৩চাকা বিশিষ্ট এ বাইকটি ব্যাটারি চালিত। বাইকটিতে ৬০০ ওয়াটের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যারা বাইক চালাতে পারে না তারাও খুব সহজে এ বাইকটি চালাতে পারবে। একবার পূর্ণচার্জে ই-বাইকটি শহরে ৫০-৫৫ কিলোমিটার এবং হাইওয়েতে ৬০-৬৫ কিলোমিটার যেতে পারে।"
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আকিজ মটরসের 'সাথী' নামের ব্যাটারি চালিত তিন চাকার বাইক বাজারজাতকরণের খবরটি পুরোনো।
২০১৮ সালে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছিল। তন্মধ্যে 'আকিজের তিন চাকার ইলেকট্রিক বাইক: বাঁচবে জ্বালানী বাঁচবে খরচ' শিরোনামে দৈনিক যুগান্তরে একটি খবর প্রকাশিত হয় ২০১৮ সালের ২৪ নভেম্বর। খবরটিতে বলা হয়, "সহজে গন্তব্যে পৌঁছানোর জনপ্রিয় বাহনগুলোর মধ্যে সাইকেল এবং মোটরসাইকেলের কদর বিশ্বজোড়া। সাইকেল চালানোর জন্য শারীরিক শক্তির প্রয়োজন। মোটরসাইকেলে চালাতে লাগে জ্বালানি। এ দুইয়ের মাঝামাঝি কোন বাহন যদি সহজে গন্তব্যে পৌঁছে দেয় এবং পকেটের টাকা বাঁচিয়ে দেয় তাহলে ইলেকট্রিক বাইক হবে সহজ সমাধান। ব্যাটারি শক্তি চালিত তিন চাকার এমন বাইক নিয়ে এসেছে আকিজ মোটরস। বাইকটির নাম 'সাথী'।" দেখুন খবরটির স্ক্রিনশট--
২০১৮ সালের ২৪ নভেম্বর একই তারিখে খবরটি প্রকাশ করে অনলাইন ভিত্তিক গণমাধ্যম জাগোনিউজ২৪ ডটকম। দেখুন জাগোনিউজ২৪ ডটকম-এর খবরটি এখানে-
অর্থাৎ আকিজ মটরসের তিন চাকার ইলেকট্রিক বাইক বাজারজাত করার পুরোনো সংবাদমূল্যহীন খবরকে অপ্রাসঙ্গিকভাবে নতুন করে প্রকাশ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।