সিরাজগঞ্জের খাদিজা খাতুন সেতু নামের ১৯ বছর বয়সী এক তরুণীর পুরুষে রূপান্তরিত হওয়া সংক্রান্ত একটি খবরের লিংক সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে পোস্ট করা হয়েছে। কিছু অনলাইন পোর্টালে প্রকাশিত এমন খবরের সাথে একটি ছবি জুড়ে দিয়ে দাবি করা হচ্ছে ছবিটি পুরুষে রূপান্তরিত হওয়া তরুণীর। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
'ইসমাইল আহম্মেদ ' নামের একটি ফেসবুক আইডি থেকে গত ৯ আগস্ট অখ্যাত একটি অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে বলা হয়, 'ঘুমানোর সময় ছিলেন নারী,ঘুম থেকে সকালে উঠলেন পুরুষ হয়ে! একি সম্ভব? '।
প্রায় হুবহু একই শিরোনামে প্রকাশিত অনলাইন পোর্টালের খবরটির ডেটলাইনে প্রকাশের তারিখ '৯ আগস্ট, ২০২১' উল্লেখ করা হয়েছে এবং অযাচিত যতি চিহ্ন সহ বর্ননায় লেখা হয়েছে-
"শুক্র,বার সকালে এ খবর ছ'ড়িয়ে পড়লে সা,ধারণ মানুষ এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে প'ড়ে তার বাড়িতে। ওই তরুণীর বাড়িতে গিয়ে হাজারো মানুষের ভিড় দেখা যায়।"
অর্থাৎ ফেসবুক ও অনলাইনে প্রকাশের ডেটলাইন এবং বর্ননা দেখে দেখে পাঠকের মনে হতে পারে ঘটনাটি সাম্প্রতিক।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি প্রায় তিন বছর আগের।
বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর, ২০১৮ সালের গণমাধ্যমে খবরটি প্রকাশিত হতে দেখা গেছে। তন্মধ্যে, সম্প্রচার মাধ্যম সময় টেলিভিশনের অনলাইন ভার্সনে ওই বছরের ৬ এপ্রিল "ঘুমানোর সময় ছিলেন নারী, সকালে উঠলেন পুরুষ হয়ে" শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিভিন্ন অংশ হুবহু কপি করে, বিভ্রান্তিকর শিরোনামে অনলাইন পোর্টালগুলোতে প্রকাশ করা হচ্ছে। সময় টিভি অনলাইনের খবরটি দেখুন এখানে। এতে বলা হয়--
"সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় খাদিজা খাতুন সেতু নামের ১৯ বছর বয়সী এক তরুণীর পুরুষে রূপান্তর হওয়ার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের তাড়াশ গ্রামের দক্ষিণ পাড়ার হাসমত আলীর মেয়ে। শুক্রবার সকালে এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে তার বাড়িতে। ওই তরুণীর বাড়িতে গিয়ে হাজারো মানুষের ভিড় দেখা যায়"
এছাড়াও খবরটি তৎকালে মূলধারার আরো কয়েকটি সংবাদমাধ্যমেও প্রকাশিত হতে দেখা গেছে। দৈনিক যুগান্তরের অনলাইনে প্রকাশিত এ সংক্রান্ত খবরটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ খবরটি ২০১৮ সালের ৬ এপ্রিল শুক্রবারের। ২০১৮ সালের পুরোনো একটি খবরকে সাম্প্রতিক ডেটলাইনে নতুন খবর হিসেবে একাধিক অনলাইন পোর্টালে প্রকাশ করা হচ্ছে এবং সেসব পোর্টালের লিংক ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় খাদিজা খাতুন সেতু নামের ১৯ বছর বয়সী এক তরুণীর পুরুষে রূপান্তরিত হওয়ার প্রায় তিন বছর পুরোনো খবরকে অপ্রাসঙ্গিকভাবে নতুন করে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।