সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে একশ টাকার একটি নোটের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, শেখ মুজিবুর রহমানের ছবি মুক্ত একশ টাকার এই নোটটি নতুন/সম্প্রতি ছাপানো হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৬ অক্টোবর ‘Md Saidur Raman Khan’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি ছবি পোস্ট করে লেখা হয়, "আলহামদুলিল্লাহ্। টাকা মুজিব মুক্ত হওয়া শুরু হয়েছে।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য একশ টাকার নোটটি সম্প্রতি ছাপানো নয়। তাছাড়া, নোটটিতে ১৯৯৬-৯৮ সালে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর লুৎফর রহমান সরকারের স্বাক্ষর রয়েছে।
প্রথমত, নোটটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর লুৎফর রহমান সরকারের স্বাক্ষর রয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, লুৎফুর রহমান সরকার ১৯৯৬-১৯৯৮ সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। তিনি ২০১৩ সালের ২৪ জুন মৃত্যুবরণ করেন।
কি-ওয়ার্ড সার্চ করে দেখা যায়, ১৩ আগস্ট অর্থ মন্ত্রনালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর অধ্যাপক ড. আহসান এইচ মনসুর। সাধারণত, বাজারে নতুন নোট এলে সে সেখানে বর্তমান গভর্নরের স্বাক্ষর থাকাটাই স্বাভাবিক। বর্তমানে ছাপানো নোটে প্রায় দুই যুগেরও বেশি আগে দায়িত্ব পালন করা প্রয়াত একজন গভর্নরের স্বাক্ষর থাকা অস্বাভাবিক।
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ফেসবুকে ভাইরাল ১০০ টাকার নোটটি প্রথম বাজারে আসে ১৯৭৭ সালের ডিসেম্বরে। নোটটিতে কিছু পরিবর্তন করে পুনরায় ১৯৮৩ সালের জানুয়ারিতে বাজারে ছাড়া হয়। এসবের বাইরে বাজারে বঙ্গবন্ধুর ছবিমুক্ত নতুন নোট আসার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে “নতুন কাগুজে নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাদ যেতে পারে” শিরোনামে ‘প্রথম আলো’র একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, অন্তর্বর্তী সরকার ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে। এসব নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকার সম্ভাবনা কম। আপাতত এই চার ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি না রাখার চিন্তা করা হলেও পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই মুজিবুর রহমানের ছবি তুলে দেওয়া হতে পারে। নতুন নোট বাজারে আসতে দেড় বছরের বেশি সময় লাগতে পারে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য একশ টাকার নোটটি সম্প্রতি ছাপানো নোট নয়। শেখ মুজিবুর রহমানের ছবি মুক্ত নতুন একশ টাকার নোট এখনো ছাপানো হয়নি। বরং নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তবর্তীকালীন সরকার।
সুতরাং শেখ মুজিবুর রহমানের ছবি মুক্ত নতুন একশ টাকার নোট ছাপানো হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।