সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপে দুটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, পাকিস্তান থেকে আসা একটি উড়োজাহাজ শারজাহ্ বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে শতাধিক মানুষ হতাহত হয়েছেন। এমন কয়েকটি পোস্টের লিংক দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
আজ ১৫ই এপ্রিল শুক্রবার 'Alinur Ahmed' নামের একটি ফেসবুক আইডি উড়োজাহাজ দুর্ঘটনার দুটি ছবি পোস্ট করে বলা হয়, "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাকিস্তান থেকে আসা ( 521 ) Emarat Airlines এর একটি বিমান Sharjah Airport এ লেন্ডিং গিয়ার ব্লক হয়ে যাওয়ার কারনে অবতরণ করার সময় মাটিতে আছড়ে পড়ে ২০৮ জন যাত্রীর মধ্যে ১৭৪ জন মৃত্যু বরণ করেন এবং ৩৪ জন প্রাণে বাঁচলেও তাদের অবস্তা গুরুতর..-হে আল্লাহ পবিত্র মাহে রমজানে আহতদের সুস্থতা দান করুন,মৃতদের জান্নাত বাসি হিসেবে কবুল করুন।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। পোস্টের সাথে প্রচারিত ছবি দুটি ২০১৯ সালে রাশিয়ার মস্কোর শেরমেতয়েভো বিমানবন্দরে একটি দুর্ঘটনার। এছাড়া, পোস্টে দাবি করা হতাহতের সংখ্যাটি বানোয়াট।
রিভার্স ইমেজ সার্চ করে দুটি ছবিই আন্তর্জাতিক গণমাধ্যমে বিমান দুর্ঘটনা সংক্রান্ত অসংখ্য খবরের সাথে খুঁজে পাওয়া গেছে। বর্ণনার সুবিধার্থে দ্বিতীয় ছবিটি নিয়ে আগে আলোচনা করা হচ্ছে।
দ্বিতীয় ছবি:
পোস্টের দ্বিতীয় ছবিটি নিয়ে রিভার্স সার্চ করলে তা সংবাদ সংস্থা এএনআই'য়ে "Death toll rises to 41 in Russian passenger plane fire, Putin orders 'thorough investigation'" শিরোনামে ২০১৯ সালের ৬ মে প্রকাশিত একটি খবরের সাথে পাওয়া গেছে। খবরটিতে বলা হয়, গতকাল রোববার অর্থাৎ ২০১৯ সালের ৫ মে রাশিয়ার শেরমেতয়েভো বিমানবন্দরে জরুরী অবতরনের সময় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে বিমানটিতে, এ ঘটনায় নিহতের সংখ্যা ৪১ জনে পৌঁছেছে বলে জানানো হয়। পাশাপাশি ঘটনা তদন্তের জন্য রুশ প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন বলে খবরে উল্লেখ করা হয়। খবরটির স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের ওই বছরের ৫ মে অর্থাৎ দুর্ঘটনার দিন প্রকাশিত সংশ্লিষ্ট খবরের সাথে একটি ভিডিও খুঁজে পায় বুম বাংলাদেশ। দেখা গেছে আলোচ্য দ্বিতীয় ছবিটি উক্ত ভিডিওটির একটি ফ্রেম থেকেই নেয়া হয়েছে। দেখুন খবরটির স্ক্রিনশট--
ওয়াশিংটন পোস্টের খবরটি পড়তে ও উক্ত ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন এখানে।
প্রথম ছবি:
রিভার্স ইমেজ সার্চ করে প্রথম ছবিটিও একাধিক গণমাধ্যমে খুঁজে পাওয়া গেছে। তন্মধ্যে জনপ্রিয় ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের অনলাইন ভার্সনে "Horrifying new footage shows jet skidding along Moscow runway engulfed in 100ft flames before passengers flee inferno that killed 41 as Russian pilot is formally charged with negligence after lightning strike" শিরোনামে ২০২০ সালের ১৫ই এপ্রিল প্রকাশিত এক খবরের সাথে আলোচ্য ছবিটির এক মুহুর্ত আগের একটি ফ্রেম পাওয়া গেছে। ছবিসহ ডেইলি মেইলে প্রকাশিত খবরের স্ক্রিনশট দেখুন--
খবরটিতে বলা হয়, ২০১৯ সালের ৫ মে মস্কোর শেরমেতয়েভো বিমানবন্দরে ঘটা দুর্ঘটনার জন্য দায়িত্বে অবহেলার অভিযোগে বিমানের পাইলট দেমিস এভদোকিমভ'কে অভিযুক্ত করা হয়েছে এবং ওই দুর্ঘটনার নতুন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। দেখুন ভিডিওটি--
মূলত ওই নতুন ভিডিও থেকেই একটি ফ্রেম নিয়ে প্রথম ছবিটি তৈরি করা হয়েছে।
অর্থাৎ দুটি ছবিই একই দুর্ঘটনার এবং দুটি ভিডিও থেকে ফ্রেম নিয়ে তৈরি করা। তন্মধ্যে একটি ভিডিও দুর্ঘটনার দিন এবং আরেকটি ভিডিও তদন্ত শেষ করে দায়িত্বে অবহেলার অভিযোগে পাইলটকে অভিযুক্ত করে এক বছর পর প্রকাশ করা হয়।
এদিকে, কোন বিমান দুর্ঘটনা ঘটলে কিংবা এতে হতাহতের ঘটনা ঘটে থাকলে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে স্বাভাবিকভাবেই তা খবর হওয়ার কথা। কিন্তু একাধিকবার বিভিন্ন কী ওয়ার্ড দিয়ে সার্চ করার পরও গতকাল শারজায় কোন বিমান দুর্ঘটনার খবর পাওয়া যায়নি স্থানীয় ও আন্তর্জাতিক কোন গণমাধ্যমে খুঁজে পায়নি বুম বাংলাদেশ।
সুতরাং ২০১৯ সালে ঘটা বিমান দুর্ঘটনার পুরোনো ছবি দিয়ে সম্প্রতি শারজায় বিমান দুর্ঘটনায় শতাধিক হতাহত হয়ে বলে ভুয়া খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে।