HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

এটি ফুল নয় বরং একপ্রকার জলজ প্রাণী

বুম বাংলাদেশ দেখেছে, ছবির বস্তুটি হিরটোমিউরেক্স টেরামাচি (Hirtomurex teramachii) নামে পরিচিত একপ্রকার জলজ প্রাণী।

By - Ummay Ammara Eva | 25 July 2023 2:10 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিটি শঙ্খপুষ্প নামে একটি ফুলের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ২৩ জুলাই "💙💙নীলিমায় নীল ভালোবাসা💙💙" নামে একটি ফেসবুক গ্রুপে "Delwar Rahman" নামের একটি আইডি থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "৫০ বছরে একবার ফোটে। ১ বছর গন্ধ থাকে। নাম তার শঙ্খপুষ্প। শুভ সকাল।" ফেসবুক পোস্টটি দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। এটি কোনো ফুলের ছবি নয় বরং এটি হিরটোমিউরেক্স টেরামাচি (Hirtomurex teramachii) নামের একপ্রকার জলজ প্রাণীর ছবি।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন ফটোস্টকার ওয়েবসাইট পিন্টারেস্টে Eric Fisher Stone নামের একটি আইডি থেকে "hirtomurex teramachii" শিরোনামে হুবহু ছবিটি পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--


আরো সার্চ করে Pearl-Nautilus নামের একটি ওয়েবসাইটে হুবহু ছবি সহ এর বর্ণনা পাওয়া যায়, যেখানে ছবিটি আপলোড করা হয়েছে ২০১৪ সালের ১ মার্চ। বর্ণনা অনুযায়ী Hirtomurex teramachii একটি শামুক ও ঝিনুক জাতীয় সামুদ্রিক প্রাণী। দেখুন--


এর সূত্র ধরে সার্চ করে World Register of Marine Species বা WoRMS এর ওয়েবসাইটে Hirtomurex teramachii-র বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। ওই বর্ণনা থেকেও জানা যায়, আলোচ্য ছবিটি একটি সামুদ্রিক প্রাণী যা মালাস্কা পর্বের একটি জলজ প্রাণীর। স্ক্রিনশট দেখুন--


অর্থ্যাৎ HIRTOMUREX TERAMACHII নামের একটি জলজ (সামুদ্রিক) প্রাণীকে ভিত্তিহীনভাবে শঙ্খপুষ্প নামের একপ্রকার ফুল বলে দাবি করা হচ্ছে।

প্রসঙ্গত, একই দাবিতে ভারতের সামাজিক মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে দেশটির নিউজমিটার নামের একটি ফ্যাক্টচেক সংস্থাও বিষয়টি যাচাই করে বিভ্রান্তিমূলক হিসেবে চিহ্নিত করে।

সুতরাং একটি জলজ প্রাণীর ছবিকে ফুল বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories