সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে কালবেলার লোগো যুক্ত একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ঢাকার হাতিরঝিল লেক থেকে গত ২২ জুলাই সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়া একশ' শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৩ জুলাই 'Mohammad Rasel Hossain' নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে বলা হয়, "২২ তারিখ বিকেল বেলায় ১০০ ছাত্রের মরা লাস উদ্ধার। এখনও কি আপনাদের ঘরে বসে থাকার সময় সবাই মিলে বাংলাদেশটাকে আরেকবার স্বাধীন করুন।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে রাজধানীর হাতিরঝিলে প্রাপ্ত শতাধিক লাশের খবরটি চলমান কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত নয়; বরং বাংলাদেশি সংবাদমাধ্যম দৈনিক কালবেলায় প্রকাশিত দুই মাস আগের খবর এডিট করে আলোচ্য ভিডিওটি প্রচার করা হচ্ছে। ২০১৩ সালে উদ্বোধনের পর থেকে বিভিন্ন সময়ে হাতিরঝিল থেকে উদ্ধার করা লাশ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছিল পত্রিকাটি।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে সম্প্রতি কালবেলার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরণের প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে, গত ১৫ মে কালবেলার ইউটিউব চ্যানেলে "হাতিরঝিলে এত লা-শ আসে কোথা থেকে?" শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
ভিডিও প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রতিবেদনটির সাথে আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওটিতে সংবাদ উপস্থাপক এবং তার বক্তব্যের হুবহু মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে হাতিরঝিল উদ্বোধনের পর থেকে হাতিরঝিল প্রকল্প এলাকা থেকে এখন পর্যন্ত শতাধিক মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যার মধ্যে ২০-২৫ জন প্রকাশ্যে আত্মহত্যা করেছেন। আর হত্যার শিকার হয়েছেন ২০ জনের বেশি। তাছাড়া ছিনতাই, সড়ক দুর্ঘটনা, কিশোর গ্যাংয়ের উৎপাত থেকে শুরু করে অপরাধজনিত নানা অঘটন ঘটছে সেখানে।
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে "কালবেলার নামে ভুয়া খবর থেকে সতর্ক থাকুন" শিরোনামে কালবেলার ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কালবেলার একটি পুরনো ভিডিওর আংশিক কপি করে গুজব ছড়ানো হচ্ছে। হাতিরঝিল হওয়ার পর থেকে এ পর্যন্ত সেখানে উদ্ধার হওয়া বিভিন্ন লাশের ঘটনা নিয়ে গত মে মাসে একটি ভিডিও স্টোরি তৈরি করে কালবেলা। সেখানে শুরুতে, 'হাতিরঝিলে এ পর্যন্ত একশ লাশ উদ্ধার হয়েছে' বলে উল্লেখ করা হয়। ওই ভিডিওর শুরুর দুই বাক্য ক্লিপ করে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে নিহতের একশ লাশ উদ্ধার করা হয়েছে বলে সামাজিকমাধ্যমে গুজব ছড়ানো হয়েছে। স্ক্রিনশট দেখুন--
এছাড়া কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ হাতিরঝিল থেকে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া লাশের সংখ্যা নিয়ে কালবেলা পত্রিকার একটি পুরোনো ভিডিও প্রতিবেদনকে এডিট করে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের বলে প্রচার করা হচ্ছে।
সুতরাং কালবেলার পুরোনো ভিন্ন একটি প্রতিবেদনকে এডিট করে চলমান কোটা সংস্কার আন্দোলনে নিহত একশ' ছাত্রের লাশ হাতিরঝিল থেকে উদ্ধার করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।