সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ছবি সম্বলিত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে যেখানে লেখা রয়েছে, তারেক রহমান অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্রিমিনোলোজি বিভাগের এমিরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১ অক্টোবর জুবায়ের আহমেদ নামের একটি আইডি থেকেএমন একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, "আরেহ, সত্যি নাকি?"। ফটোকার্ডটিতে লেখা রয়েছে, "অভিনন্দন রাজনীতির বরপুত্র, বাংলাদেশের আগামীর দেশনায়ক বিশ্ব র্যাকিংয়ে শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজি বিভাগের এমিরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ায়।" ফটোকার্ডটির উপরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লোগো ও নাম এবং নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নাম ও দলীয় পতাকা উল্লেখ করা আছে। নিচে স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক হওয়ার তথ্যটি ভিত্তিহীন। কোনো তথ্যসূত্র ছাড়াই আলোচ্য ফটোকার্ডটি ফেসবুকে প্রচার করা হচ্ছে।
কি-ওয়ার্ড সার্চ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান এমিরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন এমন তথ্য সম্পর্কিত কোনো খবর কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। এমনকি অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটেও সার্চ করেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
সার্চ করে অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্রিমিনোলোজি এন্ড ক্রিমিনাল জাস্টিস বিভাগ এবং ক্রিমিনোলোজি সেন্টার পাওয়া যায়। এই দুটি বিভাগের ওয়েবসাইটে একাধিক অধ্যাপকের নামের তালিকা পাওয়া যায়। যদিও যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, তারেক রহমানের অক্সফোর্ডের অধ্যাপক হওয়ার কোনো প্রতিবেদন না পাওয়া গেলেও বিষয়টি গুজব বলে কালবেলার একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। "তারেক রহমানের অক্সফোর্ডের অধ্যাপক হওয়ার খবর গুজব" শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, "সম্প্রতি, তারেক রহমান অক্সফোর্ডের কুইনস কলেজের ক্রিমিনোলজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন- শীর্ষক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা সম্পূর্ণ গুজব।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির এমিরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ার খবরটি সঠিক নয়।
সুতরাং তারেক রহমান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজি বিভাগের এমিরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।