সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, বিশ্বকাপ দলে জায়গা পেতে লাইভে এসে ব্যাট পুড়িয়েছেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৩ জুন 'ICC - Cricket World Cup 2023' নামে একটি ফেসবুক গ্রুপে এমন একটি ছবি পোস্ট করে বলা হয়, "বিশ্বকাপ দলে জায়গা পেতে, এবার লাইভে এসে ব্যাট পোড়ালেন মাহমুদউল্লাহ রিয়াদ😂😂😂😂😂"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। ২০০৭ সালে অনুষ্ঠিত নবম বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের কারণে দেশটিতে সমর্থকদের ব্যাট পোড়ানোর ছবিকে এডিট করে বাংলাদেশি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের ছবি বসানো হয়েছে।
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ভারতের গণমাধ্যম স্কুপহুপের ওয়েবসাইটে "4 Things Pakistani Fans Have Broken After Pakistan Has Lost A World Cup Match Against India" শিরোনামে একটি নিবন্ধে ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধে বলা হয়, খেলা দেখে টিভি ভাংচুর করা হতাশা ও ক্ষোভ প্রকাশের একটি ব্যায়বহুল মাধ্যম কিন্তু সে ক্ষোভ প্রকাশে প্রতীকী অর্থে ক্রিকেট ব্যাট পোড়ানো একটা ভাল আইডিয়া। স্ক্রিনশট দেখুন--
উপরের নিবন্ধটিতে ছবিটির সূত্র হিসেবে ইএসপিএনক্রিকইনফোর উল্লেখ থাকায় এর সূত্র ধরে সার্চ করে ইএসপিএনক্রিকইনফোর ওয়েবসাইটে ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপের পাকিস্তান বনাম আয়ারল্যান্ডের ম্যাচের থ্রেডে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এবার ক্রিকইনফোর ওয়েবসাইটের ছবি (বামে ) এবং আলোচ্য ছবির (ডানে) ভিতরে সাদৃশ্যগুলো দেখুন--
এদিকে, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করেও মাহমুদুল্লাহর ব্যাট পোড়ানোর কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষিত হবে শিগগিরই।
অর্থ্যাৎ ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের দলের বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে দেশটিতে সমর্থকদের ব্যাট পোড়ানোর ছবিকে এডিট করে বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের ছবি বসিয়ে ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।