সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি তথ্য শেয়ার করে দাবি করা হচ্ছে, খ্রিস্টানধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করলেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস এবং দাবি করা হচ্ছে এটা সাম্প্রতিক ঘটনা। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৮ জানুয়ারি 'Sakiet Das' নামের একটি ফেসবুক আইডি থেকে খবরটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "খ্রিস্টানধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মগ্রহণ করলেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস ❤️ বিস্তারিত কমেন্টে বক্সেঃ"। পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি সাম্প্রতিক নয় বরং এটি ২০১০ সালের ঘটনা।
কি-ওয়ার্ড সার্চ করার পর, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'তে 'Julia Roberts: I'm a Hindu' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, এই হলিউড অভিনেত্রী ভারতে একটি সিনেমার শুটিং করতে এসে ভারতীয় সংস্কৃতি, হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন। পরে ২০১০ সালে একাধিক সংবাদমাধ্যমে জানায় তিনি খ্রিস্ট ধর্ম ছেড়ে হিন্দু ধর্ম পালন করছেন। স্ক্রিনশট দেখুন--
এছাড়া খবরটি দ্য হিন্দু , হিন্দুস্তান টাইমস সহ একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
অর্থাৎ ঘটনাটি সাম্প্রতিক নয় বরং এক যুগেরও বেশি পুরোনো।
সুতরাং ১৩ বছর পুরোনো একটি খবরকে অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি পুনরায় প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।