HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বিএনপির নেতা রিজভীর গুলিবিদ্ধ হবার খবরটি ভিত্তিহীন

বুম বাংলাদেশ দেখেছে, নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বর্তমানে কারাগারে আছেন।

By - Md Abdullah Khan | 12 Dec 2022 8:43 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে বিভিন্ন অখ্যাত অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে সম্প্রতি পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

গত ৮ ডিসেম্বর 'আমাদের সময় ' নামের একটি ফেসবুক পেজ থেকে অখ্যাত একটি অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে লেখা হয়, "মৃ'ত্যুর সাথে পাঞ্জা লরছে বিএনপি নেতা রিজভী আহমেদ,মৃ'ত্যুর আশঙ্কা বেশী"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, শিরোনামে করা দাবিটি ভিত্তিহীন আর বিস্তারিত অংশের বিষয়বস্তুতে কোনো খবর নয় বরং একটি চাকরির বিজ্ঞপ্তি দেয়া আছে।

অখ্যাত অনলাইন পোর্টালের খবরের লিংকে ক্লিক করলে দেখা যায় বিষয়বস্তুতে একটি চাকরির বিজ্ঞপ্তি তুলে দেয়া হয়েছে। ঢাকা টাইমস২৪ ডটকম নামের একটি সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে গত ১০ সেপ্টেম্বর "বাংলাদেশি ২০০ নার্স নেবে কুয়েত, বেতন ৯০ হাজার, থাকা খাওয়া বিমান ভাড়া ফ্রি" শিরোনামে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটিও খুঁজে পাওয়া যায়। যার সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গুলিবিদ্ধ হবার কোনো সম্পর্ক নেই। অনলাইন পোর্টালের খবর ও ঢাকা টাইমসে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পাশাপাশি দেখুন--


কী ওয়ার্ড ধরে সার্চ করার পর, মূলধারার সংবাদমাধ্যম প্রথম আলো'সহ একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে পুলিশ। 'রুহুল কবির রিজভীসহ শতাধিক আটক' শিরোনামে প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত ওই প্রতিবেদনের কোথাও রিজভী গুলিবিদ্ধ হয়েছেন এরকম তথ্যের উল্লেখ নেই। স্ক্রিনশট দেখুন--


পরবর্তীতে, ৮ ডিসেম্বর দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে "রিজভী-খোকনসহ ৪৪৫ জন কারাগারে, রিমান্ডে ২৩" শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন। স্ক্রিনশট দেখুন--


অর্থাৎ রুহুল কবির রিজভীর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হবার খবরটি ভিত্তিহীন। মূলত তিনি এখন কারাগারে আছেন। 

আলোচ্য অনলাইন পোর্টালের ছবির উৎস

রিভার্স সার্চ করার পর, আলোচ্য অনলাইন পোর্টালের খবর সাথে যুক্ত করা ছবিটি যুগান্তরের অনলাইন সংস্কারনে "রিজভীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল" শিরোনামে প্রকাশিত একটি খবরের সাথে যুক্ত করতে দেখা যায়, যা ২০২০ সালের ১৩ অক্টোবর প্রকাশিত হয়েছে। সংবাদটিতে লেখা হয়েছে, তৎকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করলে তাকে দেখতে হাপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ ছবিটিও পুরোনো একটি ঘটনার।

সুতরাং চটকদার শিরোনাম দিয়ে বিস্তারিত অংশে ভিন্ন তথ্য উল্লেখ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর গুলিবিদ্ধ হবার ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories