HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বিবিসি বাংলা রেডিওর সম্প্রচার বন্ধের সংবাদ বিভ্রান্তিকর দাবিতে প্রচার

বাংলাসহ দশটি ভাষার রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিবিসি তবে ডিজিটাল মাধ্যমে তাদের সংবাদ প্রকাশ অব্যহত থাকবে।

By - Md Abdullah Khan | 10 Oct 2022 10:12 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে দাবি করা হচ্ছে, বৃটেন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি'র বাংলা সংস্করণ বন্ধ হয়ে যাচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৩০ সেপ্টেম্বর "Patiya Students' Forum.CU" নামের পেজ থেকে লেখা হয়, "বন্ধ হয়ে যাচ্ছে বিবিসি বাংলা!!" পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি বিভ্রান্তিকর। বিবিসি'র বাংলা সংস্করণ নয় বরং কেবল বিবিসি বাংলা রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কি-ওয়ার্ড সার্চ করার পর, বিবিসি বাংলায় "বিবিসি বাংলার রেডিও সম্প্রচার ৮১ বছর চলার পর বন্ধ হচ্ছে" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যা গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, "বিবিসি বাংলাসহ দশটি ভাষার রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি। তবে কোন ভাষা বিভাগই পুরোপুরি বন্ধ করা হচ্ছে না এবং অনেকগুলো অনলাইন কার্যক্রম পরিচালনা করবে।" স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

বিবিসি বাংলা ছাড়াও আরও যেসব ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে তার মধ্যে আছে আরবি, পার্সিয়ান, চীনা, কিরগিজ, উজবেক, হিন্দি, ইন্দোনেশিয়ান, তামিল ও উর্দু।

এর আগে ২৯ সেপ্টেম্বর, "BBC World Service outlines move to digital-first service" শিরোনামে বিবিসির মিডিয়া সেন্টার থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, "The BBC World Service will continue to operate in all the languages and countries where it is currently present, including the new languages added during its expansion in 2016. No language services will close." অর্থাৎ কোনো ভাষার পরিষেবাই বন্ধ হবেনা। তবে কিছু ভাষার সার্ভিস শুধু অনলাইনে থাকবে।

পড়ুন এখানে 

কবে নাগাদ বন্ধ হতে পারে বিবিসি বাংলা রেডিওর সম্প্রচার ?

বিডিনিউজ২৪ ডটকমে গত ১ অক্টোবর "বিবিসি বাংলা রেডিও: একটি অধ্যায়ের বিদায় ঘণ্টা" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসির প্রবাহ অনুষ্ঠানে বাংলা বিভাগের প্রধান সাবির মুস্তাফার বরাতে লেখা হয়, "আমরা কোনো সময়সূচি পাইনি– কবের মধ্যে এটা বন্ধ করা হবে। তবে এটুকু বলতে পারি, আগামী বছর মার্চের মধ্যে এটা হবে।" 

আবার, বিবিসি বাংলার প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৪১ সালের ১১ই অক্টোবর বাংলায় ১৫ মিনিটের সাপ্তাহিক সম্প্রচার শুরুর মাধ্যমে যাত্রা হয়েছিল বিবিসি বাংলার রেডিও কার্যক্রমের। পরে পর্যায়ক্রমে সংবাদ সম্প্রচার শুরু হয় ১৯৬৫ সালে। উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমন্বিত চাপে বিবিসি বাংলা রেডিও সহ দশটি ভাষার রেডিও সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের দিকে যাচ্ছে কর্তৃপক্ষ। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ শূন্য করার প্রস্তাবও এসেছে, যার উদ্দেশ্য ২৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড (৩২০ কোটি টাকার বেশি) সঞ্চয় করা। পাশাপাশি, প্রস্তাবনাটি নিয়ে এখন প্রতিষ্ঠানটির কর্মী ও ইউনিয়নের সাথে আলোচনা করা হবে বলে বলেছেন সম্প্রচার ইউনিয়ন-বেটকুর প্রধান ফিলিপ্পা চাইল্ডস।

অর্থাৎ বিবিসি বাংলার পুরো কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছেনা কেবল রেডিও সম্প্রচারটি গুটিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সুতরাং বিবিসি রেডিওর বাংলা সংস্করণ বন্ধ হয়ে যাবার খবরকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।

Tags:

Related Stories