HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

লোকশিল্পী নীনা হামিদ মারা যাননি

বুম বাংলাদেশ দেখেছে, শিল্পী নীনা হামিদ মারা যাননি। তিনি বেচেঁ আছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে সুমন মাহমুদ।

By - Mamun Abdullah | 27 Nov 2024 1:04 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন একাউন্ট থেকে পোস্ট করে দাবি করা হচ্ছে, বাংলাদেশি লোকগানের কিংবদন্তিতুল্য শিল্পী নীনা হামিদ মারা গেছেন। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে

গত ২৬ নভেম্বর 'Kazi Shuvo' নামের একটি পেজ থেকে এ সংক্রান্ত পোস্ট করে বলা হয়, "ওপারে চলে গেলেন প্রখ্যাত লোকসংগীত শিল্পী -নীনা হামিদ। মা -খুব পছন্দ করতেন ওনার গান।মা যখন শুনতেন,তখন আমিও ওনার গান শুনতাম।খুব ভালো লাগতো ওনার গান,এবং তখন থেকেই লোক গানের প্রতি ভালোলাগা তৈরি হয়।আল্লাহ পাক ওনাকে বেহেস্ত নসিব করুন।” পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। বাংলাদেশি লোকগানের কিংবদন্তিতুল্য শিল্পী নীনা হামিদ মারা যাননি, তিনি সুস্থ আছেন বলে তার ছেলে সুমন মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন।

কিংবদন্তিতুল্য শিল্পী নীনা হামিদ মারা গেলে তা স্বাভাবিকভাবেই জাতীয় গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশ হওয়াটা স্বাভাবিক। কিন্তু কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবিতে কোনো ধরণের প্রতিবেদন বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

তবে, কি ওয়ার্ড সার্চ করে “নীনা হামিদকে নিয়ে মৃত্যুর গুজব, যা জানালেন শিল্পীর ছেলে” শিরোনামে ‘প্রথম আলোর’ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গতকাল ২৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “বাংলাদেশি লোকগানের কিংবদন্তিতুল্য শিল্পী নীনা হামিদ এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকেন। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে সেখানে থাকেন তিনি। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় হঠাৎ তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। বাংলাদেশের তিনজন সুপরিচিত সংগীতশিল্পীও নীনা হামিদ মারা গেছেন, ফেসবুকে এমন পোস্ট দেন। এরপর প্রথম আলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে যোগাযোগ করা হয়। নীনা হামিদের পরিবারের বরাত দিয়ে সংগীতশিল্পী সামিনা চৌধুরী প্রথম আলোকে রাত আটটায় জানান, বরেণ্য এই শিল্পীর ছেলে সুমন মাহমুদের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, নীনা হামিদ সুস্থ আছেন।” প্রতিবেদনে আরো বলা হয়, “বাংলাদেশ সময় রাত পৌনে নয়টায় প্রথম আলোর সঙ্গে কথা হয় শিল্পীর ছেলে সুমন মাহমুদের সঙ্গে। তিনি বলেন, আম্মা ভালো আছেন। আমিও দেখলাম, কে যেন ফেসবুকে আম্মার মৃত্যুর খবর নিয়ে পোস্ট দিয়েছে। এটা পুরোপুরি গুজব।’” স্ক্রিনশট দেখুন-- 



পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ করে “নীনা হামিদকে নিয়ে মৃত্যুর গুজব, যা জানালেন শিল্পীর ছেলে” শিরোনামে ‘banginews’ নিউজের ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনে প্রথম আলোর বরাত দিয়ে বলা হয়, ‘বাংলাদেশ সময় রাত পৌনে নয়টায় প্রথম আলোর সঙ্গে কথা হয় শিল্পীর ছেলে সুমন মাহমুদের সঙ্গে। তিনি বলেন, আম্মা ভালো আছেন। আমিও দেখলাম, কে যেন ফেসবুকে আম্মার মৃত্যুর খবর নিয়ে পোস্ট দিয়েছে। এটা পুরোপুরি গুজব।’ স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ জনপ্রিয় লোকশিল্পী নীনা হামিদ মারা যাননি। 

সুতরাং শিল্পী নীনা হামিদ মারা গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।

Related Stories