সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটারদেরকে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৬ মার্চ 'MK Cricket Updates' নামের একটি ফেসবুক পেজে পোস্ট করে বলা হয়, "ফিটনেস ঠিক করতে এবার ক্রিকেটারদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সেনাবাহিনী💪💪 MkMk Cricket Updates 2.0"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সেনাবাহিনীর মাধ্যমে ক্রিকেটারদেরকে প্রশিক্ষণের ঘটনাটি বাংলাদেশের নয়। পাকিস্তানের ক্রিকেটারদেরকে সেনাবাহিনীর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছেন দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)-র চেয়ারম্যান মহসিন নাকভি।
কি-ওয়ার্ড সাচ করে ক্রিকেট খেলা বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ডটকমে গত ৫ মার্চ "Pakistan's cricketers set to train with army in March-April" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "পাকিস্তানের ক্রিকেটাররা ২৫ মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত দশ দিনের প্রশিক্ষণ শিবিরে দেশের আরেকটি আইকনিক প্রতিষ্ঠান, পাকিস্তান সেনাবাহিনীর সাথে দলবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। মঙ্গলবার ইসলামাবাদের একটি হোটেলে বেশ কয়েকজন খেলোয়াড়ের সাথে কথা বলার সময়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এই ঘোষণা দেন। পিএসএল শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পরে ক্যাম্প শুরু হবে, এবং নাকভি আশা করেন যে এটি খেলোয়াড়দের তাদের ফিটনেস গতি পেতে সহায়তা করবে।" (অনূদিত)। অর্থাৎ পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস বাড়াতে দেশটির সেনাবাহিনীর মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে পাকিস্তানের প্রযুক্তি ও খেলাধুলা বিষয়ক সংবাদমাধ্যম প্রোপাকিস্তানি এর ওয়েবসাইটে গত ৬ মার্চ "Pakistan Army to Train National Cricketers to Increase Fitness Levels" শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য। এতে বলা হয়, "পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তানের জাতীয় ক্রিকেটারদের ফিটনেস উন্নত করতে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় দশ দিনের প্রশিক্ষণের ঘোষণা করেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি খেলোয়াড়দের মধ্যে ফিটনেস এবং প্রশিক্ষণের মান উন্নত করার প্রয়োজনীয়তা প্রকাশ করে এই উদ্যোগটির ঘোষণা দিয়েছেন।" এছাড়াও ওই প্রতিবেদনে আরো বলা হয়, পাকিস্তানের কাকুল মিলিটারি একাডেমিতে ক্রিকেটারদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। স্ক্রিনশট দেখুন--
এছাড়া পাকিস্তানের গণমাধ্যম ডেইলি পাকিস্তান এবং ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থ্যাৎ পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস বাড়ানোর উদ্দেশ্যে প্রশিক্ষণ দেবে দেশটির সেনাবাহিনী, খবরটি বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশ সেনাবাহিনী সংক্রান্ত নয়। এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ ক্রিকেট দলকে সেনাবাহিনীর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার কোনো খবর সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং বাংলাদেশের ক্রিকেট দলকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা বিভ্রান্তিকর।