সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, সম্পত্তির মালিকানা পরিবর্তনের প্রক্রিয়ায় নামজারির বিষয়টি বাতিল করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৫ জানুয়ারি একটি ফেসবুক গ্রুপে 'মুহাম্মদ আল- আমীন' নামের একাউন্ট থেকে "বাতিল হয়ে গেল নামজারি পদ্ধতি। নামজারি করতে হবে না। এই বিষয়টা বুঝলাম না কেউ কি বলতে পারেন?” ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। সম্পত্তির মালিকানা হস্তান্তর প্রক্রিয়ায় নামজারির বিষয়টি বাতিল হওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে ভুমি মন্ত্রনালয়। মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে আরো বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান ভূমি ব্যবস্থাপনায় নামজারি প্রক্রিয়া বাতিলের কোনো সুযোগ নেই।
কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে দৈনিক যুগান্তর এর অনলাইন সংস্করণে গত ১৭ জানুয়ারি "নামজারি প্রক্রিয়া বাতিলের সংবাদ গুজব" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "নামজারি প্রক্রিয়া বাতিল হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাটি গুজব বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।" প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী ভূমি মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ এর মাধ্যমে গত ১৭ জানুয়ারি "নামজারি প্রক্রিয়া বাতিলের কোনো সুযোগ নেই। নামজারি প্রক্রিয়া বাতিলের খবরটি গুজব কিংবা ভুল তথ্য" শিরোনাম যুক্ত ক্যাপশনে একটি দীর্ঘ পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে উল্লেখ করা হয়, নামজারি প্রক্রিয়া বাতিলের খবরটি গুজব বা ভুল তথ্য। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ নামজারি প্রক্রিয়া/পদ্ধতি পুরোপুরি বাতিল করা হয়নি বরং সেবা গ্রহীতার নামজারি সম্পন্ন করণ প্রক্রিয়া পূর্বের তুলনায় সহজতর করা হয়েছে।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে নামজারি সম্পন্ন করণ প্রক্রিয়ার সহজীকরণকে নামজারি প্রক্রিয়া বাতিল করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।