HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনাটি ভারতের নয় বরং ইন্দোনেশিয়ার

বুম বাংলাদেশ দেখেছে, এটি ইন্দোনেশিয়ায় দুর্ঘটনাবশত একটি মার্কেট ও এর পার্শ্ববর্তী 'আল ইখসান' মসজিদে অগ্নিকাণ্ডের ভিডিও।

By - BOOM FACT Check Team | 19 Dec 2024 1:30 AM IST

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মসজিদে অগ্নিকাণ্ডের ভিডিও পোস্ট করে বলা হচ্ছে; ভারতে মসজিদে আগুন দেওয়া হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ১৫ ডিসেম্বর ‘Md Afjol Hussain’ নামক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “ভারতে মসজিদে আগুন দেওয়া হয়েছে..”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। এটি ভারতের কোনো মসজিদে আগুন দেওয়ার ঘটনার দৃশ্য নয় বরং ইন্দোনেশিয়ায় দুর্ঘটনাবশত একটি মার্কেটে ও এর পার্শ্ববর্তী মসজিদে অগ্নিকাণ্ডের ভিডিও।

ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে সামাজিক মাধ্যম ‘ইনস্টাগ্রাম’-এ 'Indonesia Hipersonik' নামের একটি অ্যাকাউন্টে গত ৮ ডিসেম্বর প্রকাশিত আলোচ্য ভিডিওটি সহ একটি পোস্ট পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, লুউক বাংগাই সেন্ট্রাল মার্কেটে আগুন (অনূদিত)। পরে সার্চ করে দেখা যায়, লুউক নামক জায়গাটি ইন্দোনেশিয়ার বাংগাই রিজেন্সিতে অবস্থিত। পোস্টটির স্ক্রিনশট ও অ্যাকাউন্টটির স্ক্রিনশটের কোলাজ দেখুন--



প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে ইন্দোনেশিয়ার মিডিয়া গ্রুপ ট্রিবিউনগ্রুপ এর স্থানীয় সংবাদ মাধ্যম 'ট্রিবিউন পালু' সাইটে গত ৮ ডিসেম্বর প্রকাশিত আলোচ্য ভিডিওর ঘটনার একই দৃশ্যপটের ছবি সহ একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, ৮ ডিসেম্বর সকালে লুউক সেন্ট্রাল মার্কেট, বাংগাই রিজেন্সি, সেন্ট্রাল সুলাওয়েসিতে (ইন্দোনেশিয়া) একটি বড় অগ্নিকাণ্ড ঘটে। সেন্ট্রাল মার্কেট মসজিদের পাশে একটি ব্যবসায়ীর স্টল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, মসজিদ এবং এর আশেপাশের বেশ কিছু স্টল ধ্বংস হয়ে যায় (অনূদিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



সংবাদ গ্রুপটির ইউটিউবে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই অগ্নিকাণ্ডে লুউক বাংগাই সেন্ট্রাল মার্কেটের ১২৮ টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে রান্নাঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে (অনূদিত)।

একই সংবাদ গ্রুপের আরো একটি সাইটের ফেসবুক পেজে আলোচ্য ঘটনার সংবাদের ভিডিওতে মসজিদটির নাম দেখতে পাওয়া যাইয় 'আল ইখসান'। দেখুন--


 

প্রাপ্ত তথ্য অনুযায়ী এবার গুগল ম্যাপে সার্চ করে 'আল ইখসান' মসজিদের ছবি-ভিডিওর সাথে আলোচ্য ভিডিওর দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। ম্যাপ প্রিভিউ দেখুন--

Full View


অর্থাৎ এটি ইন্দোনেশিয়ায় দুর্ঘটনাবশত একটি মার্কেটে ও এর পার্শ্ববর্তী মসজিদে লাগা অগ্নিকাণ্ডের ভিডিও।

তরাং সামাজিক মাধ্যমে ইন্দোনেশিয়ায় একটি মসজিদে দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডের ভিডিওকে ভারতের একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে বলে সাম্প্রদায়িক রং মিশিয়ে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories