সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে একটি ভিডিও পোস্ট করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে অন্য একজনকে মারধর করছেন। দাবি করা হচ্ছে, এই উগ্র আচরণকারী ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বাবা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১১ ফেব্রুয়ারি 'Nurul Islam Nahid' নামের একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "উপদেষ্টার বাবা বলে কথা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভৃইয়ার বাবার পাওয়ার কত দেখেন!” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ভিডিওতে মারধরে অংশ নেওয়া ব্যক্তিটি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার নন এবং ভিডিওটিও সাম্প্রতিক নয় বরং গত জুনের। এছাড়া, মারধরকারী ব্যক্তিটি ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার।
ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে ‘Ashik Roy’ নামের একটি আইডি থেকে ২০২৪ সালের ৫ জুন একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওটির সঙ্গে ফেসবুকে ভাইরাল দাবিতে প্রচারিত ভিডিওটির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, লালমোহনে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪। চেয়ারম্যান প্রার্থী কাপ পিরিচ প্রতীকের আবুল হাসনাত হাসনাইন ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারের প্রকাশ্য মারামারি। উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামে। আজ বুধবার দুপুরের ঘটনা। ভিডিওটি দেখুন--
আলোচ্য পোস্টটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে “চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ নেতার মারধর, ভিডিও ভাইরাল” শিরোনামে ‘সময় টিভির’ ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২৪ সালের ৫ জুন প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের লায়ন হাসনাত হাছনাইনের ওপর হামলা চালিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার। তার এই মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ এক ব্যক্তিকে মারধর করার দাবিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা ব্যক্তি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা নন। প্রকৃতপক্ষে ভিডিওটি ২০২৪ সালের জুন মাসের। মারধরে জড়িত ব্যক্তি ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার।
সুতরাং এক ব্যক্তিকে ভোলার আওয়ামী লীগ নেতা ফখরুল আলমের মারধরের পুরোনো ভিডিও দিয়ে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।