HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

রাহাত ফাতেহ আলী খানের মারা যাওয়ার তথ্যটি সত্য নয়

রাহাত ফাতেহ আলী খান এর মৃত্যুর খবরটি ভুয়া এবং তিনি সুস্থ আছেন বলে তাঁর ম্যানেজার বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

By - Tausif Akbar | 17 May 2024 1:12 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, বিখ্যাত পাকিস্তানি সঙ্গীত শিল্পী উস্তাদ রাহাত ফাতেহ আলী খান মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে ও এখানে। ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে

গত ১৫ মে 'Ayesha Shah' নামের একটি পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, "Rahat Fateh Ali Khan Died"। ফটোকার্ডটিতে লেখা হয়, "Famous Singer Rahat Fateh Ali Khan Passed Away Smile At The Age Of 49" পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। রাহাত ফাতেহ আলী খান এর মৃত্যুর খবরটি ভুয়া এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে তাঁর ম্যানেজার বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন। 

বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ করে পাকিস্তানি, ভারতীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে রাহাত ফাতেহ আলীর মৃত্যু সংক্রান্ত কোনো কোনো সংবাদ পাওয়া যায়নি।

পরে সার্চ করে রাহাত ফাতেহ আলী খানের সামাজিক যোগাযোগ মাধ্যমে-ও এ ধরণের কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে তার ইনস্টাগ্রামে ১৫ মে বরং একটি মিউজিক ভিডিও পোস্ট করতে দেখা গেছে। একই পোস্ট পাওয়া গেছে তার ভেরিফাইড ফেসবুক পেজেও। স্ক্রিনশট দেখুন--



কোথাও এ বিষয়ে কোনো তথ্য না পেয়ে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে রাহাত ফাতেহ আলী খানের ম্যানেজার বাকা বুরকি বুম বাংলাদেশকে জানান, রাহাত ফাতেহ আলী খানের মৃত্যুর খবরটি ভুয়া বরং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

অর্থাৎ রাহাত ফাতেহ আলী খানের মৃত্যুর খবরটি সঠিক নয়। তিনি পাকিস্তানী শিল্পী (বিশেষত কাওয়ালি ও সুফি) হলেও বলিউডেও তিনি কাজ করেন। 

সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহাত ফাতেহ আলী খান মারা গেছেন মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে; তা সঠিক নয়।

Tags:

Related Stories