HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভারতের বিতর্কিত উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের মৃত্যুর তথ্যটি সঠিক নয়

রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূখ রঞ্জন সুস্থ আছেন বলে তিনি নিজেই বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

By - Ummay Ammara Eva | 11 Dec 2024 11:53 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে পোস্ট করে বলা হচ্ছে, ভারতীয় সম্প্রচার মাধ্যম রিপাবলিক বাংলার বিতর্কিত উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ মারা গেছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এখানে

গত ২০ অক্টোবর 'Abdullah Al Mamun' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করেবলা হয়, "আলহামদুলিল্লাহ, বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হচ্ছে- "বাংলাদেশ ও মুসলমানদের নিয়ে মিথ্যা বা অসত্য তথ্য ছড়ানো সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ বাইক এক্সিডেন্টে মারা গেছেন"।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ভারতের রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ মারা যাননি বলে তিনে নিজেই বুম বাংলাদেশকে জানিয়েছেন। এছাড়াও, তাকে নিজের সামাজিক মাধ্যমের একাউন্টগুলোতেও সক্রিয় থাকতে দেখা গেছে।

রিপাবলিক বাংলার বিতর্কিত উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ মারা গেছেন কি না জানতে কি-ওয়ার্ড সার্চ করে ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা ভার্সনের ওয়েবসাইটে 'কলকাতায় বাইক দুর্ঘটনায় মৃত্যু এক সাংবাদিকের, আশঙ্কাজনক ময়ূখ রঞ্জন' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, কলকাতায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন সাংবাদিক ময়ূখ রঞ্জন এবং তার এক সহকর্মী। দূর্ঘটনায় মারা যান ময়ূখের সহকর্মী সাংবাদিক সোহম মল্লিক। তবে, গুরুতরভাবে আহত হলেও বেঁচে যান ময়ূখ। স্ক্রিনশট দেখুন--



এছাড়াও, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের অনলাইন ভার্সন, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এবং জি টোয়েন্টিফোরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। অর্থাৎ ময়ূখ রঞ্জন ঘোষ মোটর সাইকেল দুর্ঘটনার কবলে পড়ার খবরটি ২০২১ সালের জানুয়ারি মাসের, যা প্রায় ৪ বছরের পুরোনো, এবং তাতে তিনি মারা যাননি বরং আহত হয়েছিলেন।

এদিকে উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষকে তার ফেসবুক, এক্স এবং ইন্সটাগ্রাম একাউন্টে নিয়মিত সক্রিয় থাকতে দেখা যায়। ময়ূখ রঞ্জন ঘোষের মৃত্যুর তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সরাসরি তার সাথে যোগাযোগ করতে সক্ষম হয় বুম বাংলাদেশ। বুম বাংলাদেশকে তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন বলে জানান।

অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। রিপাবলিক বাংলার বিতর্কিত উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ মারা যাননি।

উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য ও ভুয়া খবর ছড়িয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন রিপাবলিক বাংলার উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ।

সুতরাং রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন ঘোষের মৃত্যুর ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories