সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে পোস্ট করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে বলে দাবি করা হচ্ছে। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ৩ ডিসেম্বর 'বেবি আক্তর বিষ্টি' নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "নির্বাচনে যাচ্ছে বিএনপি । তত্ত্বাবধায়ক সরকার হলেন ড ইউনুস । পদত্যাগ করলেন শেখ হাসিনা । BNP News"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে না বরং ৭ জানুয়ারি অনুষ্ঠেয় আসন্ন এই নির্বাচন বাতিল এবং বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগের পদত্যাগের দাবিতে আন্দোলন পরিচালনা করছে দলটি এবং দলটির সাথে রয়েছে সমমনা দলগুলো। এছাড়াও, ৭ জানুয়ারির ভোট বর্জনের পক্ষে জনমত গড়ে তোলার জন্যেও গণসংযোগ করছে বিএনপি।
প্রথমত, ভিডিওটির শিরোনামে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে বলা হলেও পুরো ভিডিওটি পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো তথ্য এতে পাওয়া যায়নি। অর্থাৎ ভিডিওটির বিষয়বস্তুর সাথে শিরোনামটি সামঞ্জস্যপূর্ণ নয়।
দ্বিতীয়ত, কি-ওয়ার্ড সার্চ করে গত ২৪ ডিসেম্বর অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে "‘বিএনপি নির্বাচনে আসলে এসব হতো না’" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, "বিএনপি ভোটে আসলে নির্বাচনে ভারসাম্য প্রতিষ্ঠা হতো জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, তারা ভোট বর্জনে শান্তিপূর্ণ আহ্বান জানাচ্ছে। তবুও অগ্নিসংযোগ, রেললাইন কেটে ফেলার মতো ঘটনা ঘটছে। তারা নির্বাচনে আসলে এসব হতো না।... রবিবার (২৪ ডিসেম্বর) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।" অর্থাৎ আসন্ন ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে না বিএনপি। স্ক্রিনশট দেখুন--
তৃতীয়ত, আরো সার্চ করে অনলাইন পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে গত ২৪ ডিসেম্বর "ফের গণসংযোগ কর্মসূচি বিএনপির" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদনে বলা হয়, "সাত জানুয়ারির ভোট বর্জনে জনমত গড়তে দ্বিতীয় দফায় সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী মঙ্গল থেকে বৃহস্পতিবার তিন দিন এই কর্মসূচি পালন করবে বিএনপি। রোববার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই কর্মসূচি ঘোষণা করেন। “আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর তিন দিন সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এই কর্মসূচি আমি ঘোষণা করছি।” বিএনপি ছাড়াও সমমনা জোটগুলোর পক্ষ থেকে বিকালে অভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।" অর্থাৎ, বিএনপি এবং এর সমমনা দল ও জোটগুলো আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছে না বরং নির্বাচন বর্জনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে জনসংযোগ করছেন। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান এবং নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগ দাবিতে হরতাল, অবরোধ, অসহযোগ আন্দোলন ও গণসংযোগ কর্মসূচির সংবাদ খুঁজে পাওয়া গেলেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণের খবর খুঁজে পাওয়া যায়নি। এমনকি, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে গণমাধ্যমেও বিএনপির নির্বাচনে অংশগ্রহণের কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপি'র অংশগ্রহণের তথ্যটি সঠিক নয়।
সুতরাং বিএনপির নির্বাচনে অংশগ্রহণের ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।