HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

অভিনেত্রী আঁচল তিওয়ারির সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার তথ্যটি সঠিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী আঁচল তিওয়ারি নন বরং একই নামের এক গায়িকা নিহত হয়েছেন।

By - Ummay Ammara Eva | 1 March 2024 9:06 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের অভিনেত্রী আঁচল তিওয়ারি। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২৭ ফেব্রুয়ারি 'gsnnews24.com' নামের একটি ফেসবুক পেজে একটি সংবাদ প্রতিবেদনের লিংক পোস্ট করে বলা হয়, "সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেত্রী আঁচল তিওয়ারি। বিহারের কাইমুরে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠান করতে যাওয়ার পথে মৃত্যু"। উক্ত পোস্টে সংযুক্ত সংবাদের লিংকে ভারতীয় অভিনেত্রী আঁচল তিওয়ারির ছবি থাকতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। সড়ক দুর্ঘটনায় ভারতের অভিনেত্রী আঁচল তিওয়ারি নিহত হননি। বরং গত ২৭ ফেব্রুয়ারি এক সড়ক দুর্ঘটনায় একই নামের অর্থাৎ আঁচল তিওয়ারি নামের এক গায়িকা নিহত হয়েছেন যিনি ভোজপুরি ভাষায় গান করতেন।

কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনে গত ২৮ ফেব্রুয়ারি "Panchayat 2 Fame Aanchal Tiwari Is Alive, Actress Shares Video After False News Of Her Death Goes Viral" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, পঞ্চায়েত-২ এর অভিনেত্রী আঁচল তিওয়ারি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এরকম দাবিতে শিরোনাম হয়েছেন। তবে গত ২৮ ফেব্রুয়ারি এসব দাবিকে উড়িয়ে দিয়ে অভিনেত্রী আঁচল তিওয়ারি জানান, তিনি ভালো আছেন। অন্য একজন আঁচল তিওয়ারির সাথে তাকে গুলিয়ে ফেলা হচ্ছে। স্ক্রিনশট দেখুন--



আরো সার্চ করে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটেও গত ২৮ ফেব্রুয়ারি "Actress Aanchal Tiwari dismisses death rumours: 'I am alive and well'" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য। এতে বলা হয়, পঞ্চায়েত ২-এর অভিনেত্রী আঁচল তিওয়ারি এক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন এরকম একটি সংবাদ ছড়িয়ে পড়লে নিজের ইন্সটাগ্রাম একাউন্টে একটি ভিডিও পোস্ট করে ওই সংবাদকে গুজব বলে নিশ্চিত করেন তিনি। স্ক্রিনশট দেখুন--


ওপরের সংবাদের সূত্র ধরে অভিনেত্রী আঁচল তিওয়ারির ইন্সটাগ্রাম একাউন্টে সার্চ করে গত ২৮ ফেব্রুয়ারি পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওতে অভিনেত্রী আঁচল তিওয়ারিকে বলতে শোনা যায়, "আপনারা শুনেছেন যে, অভিনেত্রী আঁচল তিওয়ারির মৃত্যু হয়েছে। কিন্তু, ওই আঁচল তিওয়ারি অন্য কেউ। উনি ভোজপুরী অভিনেত্রী। পঞ্চায়েত-২-এর আঁচল তিওয়ারি এখানে আপনাদের সামনে বসে আছে। ভালো আছে, নিরাপদ আছে। এটা একদম ভুয়া সংবাদ। আর, আমি সকল সংবাদ প্রতিষ্ঠানকে বলবো, কোনো সংবাদ প্রচার করার আগে সত্যি জেনে নিন। ভোজপুরী সিনেমার সাথে আমার কোনোই সম্পর্ক নেই। আমি হিন্দি সিনেমায় অভিনয় করি। তাই ভোজপুরী চলচ্চিত্রের সাথেও আমার তুলনা করবেন না।..."। অর্থাৎ অভিনেত্রী আঁচল তিওয়ারি এবং সড়ক দুর্ঘটনায় নিহত আঁচল তিওয়ারি ভিন্ন ব্যক্তি বলে অভিনেত্রী আঁচল তিওয়ারি নিশ্চিত করেছেন। অভিনেত্রী আঁচল তিওয়ারির ইন্সটাগ্রাম পোস্টটি দেখুন--

এছাড়াও ভারতের গণমাধ্যম টাইমস নাউ, হিন্দুস্তান টাইমস বাংলা, আনন্দবাজার অনলাইন  এবং নিউজ এইটিন বাংলায়ও একই সংবাদ খুঁজে পাওয়া যায়।

উল্লেখ্য গত ২৭ ফেব্রুয়ারি এক সড়ক দুর্ঘটনায় নিহত হন ভোজপুরি গায়িকা আঁচল তিওয়ারি।

অর্থাৎ সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি ভারতের অভিনেত্রী আঁচল তিওয়ারি নন। সড়ক দুর্ঘটনায় ভারতেরই ভোজপুরি ভাষার গায়িকা আঁচল তিওয়ারি নিহত হয়েছেন।

সুতরাং গায়িকা আঁচল তিওয়ারির মৃত্যুর ঘটনায় অভিনেত্রী আঁচল তিওয়ারির মৃত্যুর ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories