সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, চলতি ডিসেম্বর মাসে পাঁচটি শুক্রবার আসবে যা ৮শ' ২৩ বছর পরে হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৩০ নভেম্বর 'Md Salah Uddin' নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে বলা হয়, "দীর্ঘ ৮২৩ বছর পর এই ডিসেম্বরে ৫ টি শুক্রবার আলহামদুলিল্লাহ"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ৮শ' ২৩ বছর পরপর ডিসেম্বর মাসে ৫ টি শুক্রবার আসার তথ্যটি সঠিক নয়। বরং গতবছর অর্থাৎ ২০২২ সাল এবং ২০২১ সালসহ ইংরেজি সনের বর্ষপুঞ্জিতে গত ১৫ বছরেই অনেকবার ডিসেম্বর মাসে ৫টি শুক্রবার ছিল।
গত কয়েক বছরের ক্যালেন্ডার পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, ২০২২ সালের ডিসেম্বর মাসেই শুক্রবার দিনটি ৫ বার এসেছে। ক্যালেন্ডারের স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, ২০২১ সালের ডিসেম্বর মাসেও শুক্রবার এসেছে ৫ বার। স্ক্রিনশট দেখুন--
আবার, গত ১৫ বছরেই একাধিকবার এ ধরণের ঘটনার নজির আছে। যেমন, ২০১৭, ২০১৬, ২০১১, ২০১০ সালেও ডিসেম্বর মাসে ৫টি শুক্রবার ছিল।
অর্থাৎ ইংরেজি বর্ষপুঞ্জিতে ডিসেম্বর মাসে ৫ টি শুক্রবার আসার ঘটনা গত ১৫ বছরেই কয়েকবার ঘটেছে। সুতরাং ৮শ' ২৩ বছর পর ২০২৩ সালের চলতি ডিসেম্বর মাসে ৫ টি শুক্রবার এসেছে, এই তথ্যটি সঠিক নয় বরং বিভ্রান্তিকর।