সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে ৩০টি গরু বিমানযোগে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে আনা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৩ জুন "Trust Media" নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "সুদুর আমেরিকা থেকে বিমানে উঠিয়ে সরাসরি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আনা হলো কোটি টাকা মূল্যের বিশাল আকৃতির ৩০ টি গরু"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ঘটনাটি সাম্প্রতিক নয় বরং দুই বছর পুরোনো। যুক্তরাষ্ট্র থেকে বিমানযোগে ৩০টি গরু আনা এবং আলোচ্য ভিডিওতে বর্ণিত ঘটনাটি ২০২১ সালের।
আলোচ্য পোস্টে বর্ণিত ঘটনার সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা নয়া দিগন্তের অনলাইন ভার্সনে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি "বিমান থেকে নামানোর পর রানওয়েতে ছুটে গেল গরু, ফ্লাইট বন্ধ" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেনটিভ) মোহাম্মদ আব্দুস সাদেক সাংবাদিকদের জানান, এক জাতের ঘোষণা দিয়ে আরেক জাতের গরু আনায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৩০টি গরু জব্দ করেছে কাস্টম কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যার পর এগুলো জব্দ করা হয় জানিয়ে তিনি বলেন, খিলক্ষেতের ডেইরি সান প্রাইভেট লিমিটেড নামের একটি ফার্ম হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আমদানির ঘোষণা দিয়ে ব্রাহমা জাতের গরুগুলো আমদানি করেছে। এরমধ্যে ১৭টি ষাঁড় এবং ১৩টি গাভী। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের নথিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, গরুগুলো ব্রাহমা জাতের। পরে আমাদের প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা এসে গরুর জাত নিশ্চিত করেছেন। ঘোষণা বহির্ভূতভাবে আনায় সেগুলো জব্দ করা হয়েছে।" ওই প্রতিবেদনের বক্তব্য এবং আলোচ্য পোস্টের ভিডিওর বক্তব্য হুবহু এক। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে অনলাইন পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোরের ওয়েবসাইটেও ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি "যুক্তরাষ্ট্র থেকে আসা ৩০টি গরু আটকে দিল বিমানবন্দর কাস্টমস" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। স্ক্রিনশট দেখুন--
এছাড়া দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে ২০২২ সালের ১৮ আগস্ট "কোটি টাকা খরচার পর বন্ধ কেন ব্রাহমা গরু প্রকল্প" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও জানা যায়, ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে ৩০টি ব্রাহমা গরু আমদানি করে বেসরকারি একটি প্রতিষ্ঠান।
সুতরাং দুই বছর আগে যুক্তরাষ্ট্র থেকে ৩০টি বিশেষ জাতের গরু আমদানি করার সংবাদকে অপ্রাসঙ্গিকভাবে সম্প্রতি নতুন করে প্রচার করা হচ্ছে।