সামাজিক মাধ্যম থ্রেডসের একটি একাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিগুলো সম্প্রতি বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড় রেমালের। পোস্টটি দেখুন এখানে।
গত ২৭ মে 'mahin.khan135' নামের একটি একাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করে বলা হয়, "Cyclone Remal, Collected from The Daily Star.” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিগুলো বাস্তবিক নয়। অর্থাৎ ছবিগুলো বাস্তব কোনো দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিগুলো তৈরি করা হয়েছে।
ছবিগুলো নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিগুলো বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে এগুলো বাস্তব ছবির বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক এবং এরমধ্যে এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিগুলোকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিগুলোর ফলাফলের কোলাজ স্ক্রিনশট দেখুন--
এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'ইজ ইট এআই' ব্যবহার করেও ছবিগুলো যাচাই করা হয়। এই টুলটিও ছবিগুলোকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিগুলোর ফলাফলের কোলাজ স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিগুলো বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড় রেমালের নয় বরং এগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে বাস্তবিক ছবি হিসেবে প্রচার করা হচ্ছে থ্রেডসে, যা বিভ্রান্তিকর।