সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি ছবি পোস্ট করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বসে আছেন এবং তার সামনের টেবিলে মদের বোতল ও একটি গ্লাস রাখা আছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৩ অক্টোবর 'Voice Of Bangladesh' নামের একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে তার ক্যাপশনে বলা হয়, "লিজেন্ডদের চোখ ফাঁকি দেয়া কি এতো সহজ?"। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি এডিটেড। প্রকৃত ছবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে থাকা টেবিলে চায়ের পট ও কাপ দেখা যাচ্ছে, যা এডিট করে মদের বোতল ও গ্লাস বসানো হয়েছে।
সার্চ করে Abu Rushd নামের এক সাংবাদিকের ফেসবুক পেজ থেকে গত ৮ অক্টোবর একটি ছবি পোস্ট করা হয়। ওই ছবিতে একটি টেবিলের একপাশে তারেক রহমান ও আরেকপাশে আবু রুশাদকে বসে থাকতে দেখা যায়। উক্ত ছবিটির একাংশ কেটে নিয়ে এডিট করে টেবিলের উপরে থাকা চায়ের পট ও কাপের স্থলে মদের বোতল ও গ্লাস বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে। পোস্টে লেখা রয়েছে, "কতোদিন পর দেখা: তারেক রহমানের সাথে কিছুক্ষণ::::......পরিবার, পিতা-মাতা, শিক্ষক যা শিক্ষা দেন তাই ফুটে ওঠে সন্তানদের মধ্যে। জেনারেল জিয়া অবশ্যই অমায়িক,ভদ্র হওয়ার শিক্ষাটাই তার সন্তানদের দিয়েছিলেন। আসতে আসতে তাই মনে করছিলাম...।" নিচে পোস্টটি দেখুন--
এবারে এই পোস্টের ছবিটি বা অরিজিনাল ছবিটি (বামে) এবং আলোচ্য পোস্টের এডিটেড ছবিটি (ডানে) পাশাপাশি দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টের ছবিতে তারেক রহমানের সামনের টেবিলে এডিট করে মদের বোতল ও গ্লাস যুক্ত করা হয়েছে।
সুতরাং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টেবিলের সামনে এডিট করে মদের বোতল বসিয়ে তা ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।