HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ছবিটি ২০২৫ এর বইমেলার নয়

ছবিটি ২০২৫ এর নয় বরং ২০২৩ সালের অমর একুশে বইমেলার। ছবিটির চিত্রগ্রাহকও বিষয়টি বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

By - BOOM FACT Check Team | 8 Feb 2025 1:04 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করা হচ্ছে; যেখানে দেখা যাচ্ছে- বইয়ের একটি স্টলে একটি কুকুর বই দেখছে। ছবিটি পোস্ট করে বলা হচ্ছে, এটি ২০২৫ সালের অমর একুশে বইমেলার দৃশ্য। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ০৪ ফেব্রুয়ারি ‘মশিউর রহমান সুমন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করে বলা হয়, 'বই মেলা -২০২৫ দেখেন আপনারা যা ভালো মনে করেন'। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ছবিটি ২০২৫ এর নয় বরং ২০২৩ সালের অমর একুশে বইমেলার। এছাড়া, ছবিটি এডিট করে ভিন্ন দাবিতে ২০২৩ সালে প্রচারিত হলে তখন ছবিটির চিত্রগ্রাহক ‘Naziur Rahman Nayem’ বুম বাংলাদেশকে জানিয়েছিলেন, '২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমি প্রাঙ্গনে অমর একুশে বইমেলা চলাকালে তিনি ওই ছবিটি ধারণ করেন। ছবিটি তখনই ভাইরাল হয়।' তিনি আরো জানান, '২০২৩ সালের ৬ ফেব্রুয়ারির একটি ফেসবুক পোস্টে তিনি ওই ছবিটি প্রথম আপলোড করেছিলেন।'

আলোচ্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ফেসবুকে ‘Naziur Rahman Nayem’ নামক একটি অ্যাকাউন্টে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি আলোচ্য ছবিটির মূল ছবিটি পাওয়া যায় (আর্কাইভ)। এতে কুকুরটিকে 'বইপ্রেমী' হিসেবে উল্লেখ করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



এতে দেখা যায় যে আলোচ্য ছবিতে একজন নারীকে দেখা গেলেও ফেসবুকে প্রচারিত ছবিতে এই নারীকে মুছে দেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে বেসরকারি সম্প্রচার মাধ্যম ‘ডিবিসি নিউজ’-এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি “ভাইরাল কুকুরের নেপথ্যের ঘটনা!” শিরোনামে আলোচ্য ছবিটি সহ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী; ছবিটি ২০২৩ সালের বইমেলার সময়ের দৃশ্য। প্রতিবেদনটির প্রিভিউ দেখুন--

Full View


অর্থাৎ ছবিটি ২০২৫ এর নয় বরং ২০২৩ সালের বইমেলার।

উল্লেখ্য এই ছবিটি এডিট করে এর আগে ভিন্ন দাবিতে প্রচারিত হলে সেসময়ে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল বুম বাংলাদেশ। তখন ছবিটির ফটোগ্রাফার ‘Naziur Rahman Nayem’ এর সাথে যোগাযোগ করলে তিনি বুম বাংলাদেশকে জানিয়েছিলেন, '২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমি প্রাঙ্গনে অমর একুশে বইমেলা চলাকালে তিনি ওই ছবিটি ধারণ করেন। ছবিটি তখনই ভাইরাল হয়।'

সুতরাং সামাজিক মাধ্যমে ২০২৩ সালের বইমেলার ছবি সাম্প্রতিক বইমেলার বলে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories