HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

বুর্জ খলিফায় রামের অবয়ব প্রদর্শিত হয়নি, ছবিটি এডিটেড

বুম বাংলাদেশ দেখেছে, ভারতে রামমন্দির উদ্বোধন উপলক্ষে সম্প্রতি দুবাইয়ের বুর্জ খলিফায় শ্রী রামচন্দ্রের অবয়ব চিত্রিত হয়নি।

By - Mamun Abdullah | 29 Jan 2024 11:37 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক গ্রুপ, আইডি ও পেজ থেকে বুর্জ খলিফার ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ভারতের অযোধ্যায় রামমন্দির উদ্বোধন উপলক্ষে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার আলোক প্রদর্শনীতে রামের অবয়ব প্রদর্শন করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২৩ জানুয়ারি 'জয় শ্রী রাম' নামের একটি গ্রুপে 'ধর্মক্ষেত্রযাত্রা' নামের একটি পেজ থেকে পোস্ট করে বলা হয়, "অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে দুবাইয়ে বুর্জ খলিফাতে ফুটে উঠেছে শ্রী রামচন্দ্রের অবয়ব সঙ্গে লেখা জয় শ্রী রাম। এটাইতো নতুন ইতিহারের সাক্ষী। জয় শ্রী রাম।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। সম্প্রতি ভারতের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে সংযুক্ত আবর আমিরাতের দুবাইয়ের বুর্জ খলিফা ভবনের আলোক প্রদর্শনীতে শ্রী রামচন্দ্রের অবয়ব প্রদর্শিত হয়নি। আলোচ্য ছবিটি বুর্জ খলিফার একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে তৈরি করা হয়েছে।

আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে জনপ্রিয় ট্রাভেল ব্লগ 'juliasalbum' ওয়েবসাইটে "Best 12 Things To Do in Dubai" শিরোনামে একটি সচিত্র ফিচার প্রতিবেদনে বুর্জ খলিফার হুবহু ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে ছবিটির স্ক্রিনশট দেখুন--


এবারে ট্রাভেল ব্লগে পাওয়া ছবিটি (বামে) ও আলোচ্য ফেসবুক পোস্টের ছবিটির (ডানে) মধ্যে পাশাপাশি তুলনা দেখুন--


উপরে ছবি দুটির পাশাপাশি তুলনায় দেখা যাচ্ছে বুর্জ খলিফা ভবনের ছবি দুটি হুবহু একই রকম (রামের অবয়বের প্রদর্শনের দৃশ্য ব্যতিত)। ছবি দুটির মধ্যে বুর্জ খলিফা ভবনের আলোকসজ্জা, আশপাশের ভবন, ভবনের একাংশ ও আকাশের রং সহ সবকিছু হুবহু এক। অর্থাৎ অরিজিনাল ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে রামের ছবি ও লিখা বসানো হয়েছে।

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় যখনই কোনো প্রদর্শনী হয়, এর ছবিগুলো বুর্জ খলিফার ভেরিফায়েড ফেসবুক পেজ (Burj Khalifa By Emaar) এবং ইনস্টাগ্রাম (burjkhalifa) অ্যাকাউন্টে পোস্ট করা হয়। কিন্তু দুটি প্ল্যাটফর্মেই বুর্জ খলিফায় রামের অবয়ব প্রদর্শনের কোনো ছবি বা এ সংক্রান্ত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। ফেসবুক পেজে বেশ কিছু আলোক প্রদর্শনীর ছবি পোস্টের স্ক্রিনশট দেখুন-- 


এছাড়া, কি-ওয়ার্ড সার্চ করে ভারতে রামমন্দির উদ্বোধন উপলক্ষে বুর্জ খলিফায় রামের অবয়ব প্রদর্শনের কোনো খবর দুবাইয়ের স্থানীয় গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি। 

অর্থাৎ বুর্জ খলিফার একটি ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে রামের ছবি বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

সুতরাং বুর্জ খলিফার একটি এডিটেড ছবি পোস্ট করে তা বিভ্রান্তিকর দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

Related Stories