HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পুরোনো ভিডিও দিয়ে মির্জা ফখরুলের কারামুক্তির ভুয়া দাবি প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, জানুয়ারি মাসে মির্জা ফখরুলের কারামুক্তির সময়ে এনটিভিতে প্রচারিত ভিডিও সাম্প্রতিক দাবি করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 22 Dec 2023 8:56 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানেএখানে

গত ১৯ নভেম্বর 'সুমন আহমেদ' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "আলহামদুলিল্লাহ জামিনে মুক্তি পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং মির্জা আব্বাস"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। চলতি বছরের জানুয়ারি মাসের ৯ তারিখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিনে মুক্তি দেওয়া হয়। ওইদিন কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসার সময়ে ধারণকৃত ভিডিওকে সাম্প্রতিক বলে দাবি করা হচ্ছে।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত একটি সংবাদ ভিডিও পোস্ট করে উক্ত দাবিটি করা হচ্ছে। এর প্রেক্ষিতে কি-ওয়ার্ড সার্চ করে গত ৯ জানুয়ারি এনটিভির অনলাইন ভার্সনে "মুক্তি পেলেন মির্জা ফখরুল ও মির্জা আব্বাস" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান... ঢাকায় গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তেজনার মধ্যে গত ৭ ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে ডিবি পুলিশ। তাঁদের স্থায়ী জামিন প্রশ্নে হাইকোর্টের রুল এক মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।" অর্থাৎ গত ৯ জানুয়ারি জামিনে মুক্তি পান বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস। এর আগে গত বছর অর্থাৎ ২০২২ সালের ৯ ডিসেম্বর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের ১ দিন আগে ৯ ডিসেম্বর ভোররাত ৩টার দিকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে গ্রেফতার দেখানো হয়। স্ক্রিনশট দেখুন--


আরো সার্চ করে এনটিভির ইউটিউব চ্যানেলে গত ৯ জানুয়ারি "কা'রাগার থেকে মুক্তি পেয়ে যা বললেন মির্জা ফখরুল | NTV News" শিরোনামে আপলোড করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে দেখানো দৃশ্য এবং আলোচ্য ভিডিওটিতে দেখানো দৃশ্যের ভিতরে মিল খুঁজে পাওয়া যায়। এনটিভির ইউটিউব চ্যানেলে দেখানো লাইভ ভিডিওটির রেকর্ডেড ভার্সন দেখুন--

Full View

অর্থাৎ গত জানুয়ারি মাসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারামুক্তির ভিডিওকে সাম্প্রতিক মুক্তির ভিডিও দাবি করে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে উসকানি দিয়ে পুলিশের ওপর হামলা করানো এবং প্রধান বিচারপতির বাসায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনার পর এখন পর্যন্ত তিনি কারাগারে আছেন

সুতরাং, পুরোনো ভিডিও দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারামুক্তির ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories