HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

রোহিত শর্মাকে নিয়ে প্রীতি জিনতার নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

বুম বাংলাদেশ দেখেছে, আইপিএলে জীবন বাজি রেখে হলেও রোহিত শর্মাকে পেতে চান এমন মন্তব্য করেননি বলে প্রীতি জিনতা জানিয়েছেন।

By - Tausif Akbar | 21 April 2024 10:16 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে পোস্ট করে বলা হচ্ছে, বলিউড অভিনেত্রী ও আইপিএলে পাঞ্জাব কিংসের অন্যতম স্বত্বাধিকারী প্রীতি জিনতা বলেছেন, জীবন বাজি রেখে হলেও পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে কিনতে চান তিনি। এরকম একটি পোস্ট দেখুন এখানে

সামাজিক মাধ্যম ফেসবুকেও এই দাবিটি প্রচার করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, ও এখানে

গত ২০ এপ্রিল 'uniquecity31' নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি লিংক পোস্ট করা হয়। পোস্টের সাথে উল্লেখ করা হয়, “Preity Zinta's huge statement said "Bid My Life to get Rohit Sharma as Punjab Kings IPL captain”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



একই দাবিতে প্রচারিত একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি বলে নিজের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানিয়েছেন প্রীতি জিনতা।

বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ভারতীয় সংবাদমাধ্যম 'এনডিটিভি'-তে গত ১৯ এপ্রিল "Preity Zinta Breaks Silence On Viral 'Will Bet Life To Get Rohit Sharma' Quote, Says, "In Poor Taste..." শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, প্রীতি জিনতা রোহিত শর্মাকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি বলে তিনি নিজেই জানিয়েছেন। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



এনডিটিভির প্রতিবেদনে প্রীতি জিনতার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের পোস্টটি এম্বেড করে দেয়া হয়েছে। লিংকে ক্লিক করে দেখা যায় গত ১৯ এপ্রিল প্রীতি জিনতা তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে তার নামে প্রচারিত আলোচিত মন্তব্যটিকে ফেক হিসেবে উল্লেখ করেছেন। এক্স পোস্টের স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ জীবন বাজি রেখে হলেও পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাকে পেতে চান বলে কোনো মন্তব্য করেননি প্রীতি জিনতা।

সুতরাং সামাজিক মাধ্যম থ্রেডসে প্রীতি জিনতার নামে ভুয়া মন্তব্য প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।

Related Stories