ফেক নিউজ

ট্রান্সজেন্ডার গায়িকার গান গাওয়ার ক্লিপটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নয়

বুম বাংলাদেশ দেখেছে, এটি ভারতের একটি অনুষ্ঠানে দেশটির এক ট্রান্সজেন্ডার গায়িকার গান পরিবেশনের ভিডিও।

By - Mamun Abdullah | 1 Feb 2024 12:52 AM IST

ট্রান্সজেন্ডার গায়িকার গান গাওয়ার ক্লিপটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নয়

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার গায়িকার গান পরিবেশনের ভিডিও। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

গত ২৩ জানুয়ারি 'Shiam Ahmed Akash' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "at Brac university new campus opening concert"। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। মূলত ভারতের একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ওই দেশের এক ট্রান্সজেন্ডার গায়িকার গান পরিবেশনের ভিডিও এটি।

ভিডিওটির থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Sushant Divgikar নামের একটি ইউটিউব চ্যানেলে গত ৩০ ডিসেম্বর ২০২৩ এ প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির প্রিভিউ দেখুন-- 

Full View

পাশাপাশি ছবি ও ক্ষুদে ভিডিও শেয়ারিং এর সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে 'sushantdivgikr' নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্টেও গত ২০২৩ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভারতীয় ট্রান্সজেন্ডার শিল্পী 'Sushant Divgikr' এর ইনস্টাগ্রাম পোস্টটির ক্যাপশনে বলা হয়, ফিউচারজেনারেলি (ভারতীয় আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান) ও জেনারেলি গ্রুপের আয়োজনে একটি অনুষ্ঠানে গানটি পরিবেশন করা হয়। ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশট দেখুন-- 



অর্থাৎ এটি ভারতীয় একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার শিল্পী সুশান্ত দিভগিকারের পরিবেশিত গানের ভিডিও।

উল্লেখ্য সুশান্ত দিভগিকার বলিউডের সিনেমাতে গান গাওয়া একজন ট্রান্স জেন্ডার শিল্পী ও মডেল; যিনি রানী কহিনুর নামেও পরিচিত।

সুতরাং, ফেসবুকে ভারতীয় একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ট্রান্সজেন্ডার শিল্পী সুশান্ত দিভগিকারের পরিবেশিত গানের ভিডিওকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের ভিডিও বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories