সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, সিঙ্গাপুরের 'দ্য স্ট্যাটিসটিক্স ইন্টারন্যাশনাল' নামের একটি প্রতিষ্ঠানের জরিপে বিশ্বের নিকৃষ্টতম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৭ নভেম্বর 'Niloy Hasan' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি রিল ভিডিও পোস্ট করা হয়। ওই রিল ভিডিওটিতে লেখা থাকতে দেখা যায়, "হাসিনা আবারও বিশ্বে প্রধান হয়েছেন।" এছাড়াও, ওই রিল ভিডিওতে একজন উপস্থাপককে বলতে শোনা যায়, সিঙ্গাপুর ভিত্তিক গবেষণা সংস্থা 'দ্য স্ট্যাটিসটিক্স ইন্টারন্যাশনাল' এর জরিপে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শাসক হিসেবে বিবেচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, সিঙ্গাপুরে দ্য স্ট্যাটিসটিক্স ইন্টারন্যাশনাল নামের কোনো গবেষণা প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই, এমন অস্তিত্বহীন একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকৃষ্টতম শাসক বিবেচিত হয়েছেন বলে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে।
কি-ওয়ার্ড সার্চ করে দ্য স্ট্যাটিসটিক্স ইন্টারন্যাশনাল (The Statistics International) নামের কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে, সার্চ করে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স সিঙ্গাপুর নামে একটি প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া যায়। সার্চ করে জানা যায়, প্রতিষ্ঠানটি সিঙ্গাপুরের জাতীয় পরিসংখ্যানের সমন্বয়কের কাজ করে। তবে, এই প্রতিষ্ঠানটির সাথে আলোচ্য পোস্টে উল্লেখকৃত গবেষণা প্রতিষ্ঠান দ্য স্ট্যাটিসটিক্স ইন্টারন্যাশনালের কোনো সম্পৃক্ততা নেই। এছাড়াও, আলোচ্য প্রতিষ্ঠানে যে জরিপের কথা বলা হয়েছে, এরকম কোন জরিপও এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে না। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করেও দ্য স্ট্যাটিসটিক্স ইন্টারন্যাশনাল নামের কোনো গবেষণা প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া যায়নি। এছাড়াও, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকৃষ্টতম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কোনো খবর গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, দ্য স্ট্যাটিসটিক্স ইন্টারন্যাশনাল নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের জরিপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকৃষ্টতম শাসক নির্বাচিত হওয়ার ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।