HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি শামীম ওসমানের বাড়ি থেকে টাকা উদ্ধারের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০২০ সালে ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার এনামুল হক এনু ও রুপনের বাড়িতে র‍্যাবের অভিযানের।

By - Md Abdullah Khan | 19 Dec 2022 9:10 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি অভিযানের ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারের দৃশ্য এটি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২৭ নভেম্বর 'S M Bashir Ahammad' নামের একটি ফেসবুক আইডি থেকে থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, "শামিম ওসমানের বাড়িতে RAB এর অভিযান!! নগদ ৭ হাজার কোটি টাকা সহ ৪ হাজার বুরি স্বর্ণ অলংকার"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি শামিম ওসমানের বাড়িতে অভিযানের নয় বরং ২০২০ সালে পুরান ঢাকার ১১৯/১ লালমোহন সাহা স্ট্রিটে ক্যাসিনোবিরোধী অভিযানের।

বিশ্লেষণ করলে, আলোচ্য ভিডিওটির ৫ মিনিট ৪০ সেকেন্ড থেকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমকে পুরান ঢাকার ১১৯/১ লালমোহন সাহা স্ট্রিটের একটি বাসায় অভিযানের বর্ণনা দিতে শোনা যায়। সেখানে তিনি এনামুল হক ও রুপন ভূঁইয়া নামে দুই ব্যক্তির বাসা থেকে টাকা ও স্বর্ণালঙ্কার জব্দ করার কথা বলেন।

এই সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করার পর, গণমাধ্যমে প্রকাশিত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ক্যাসিনোকাণ্ডে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা পুরান ঢাকার দুই ভাই এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও রুপন ভূঁইয়ার বাড়িতে র‍্যাবের অভিযানের একাধিক খবর খুঁজে পাওয়া যায়।

তন্মধ্যে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পোস্ট করা বেসরকারি সম্প্রচার মাধ্যম বাংলাভিশনের ইউটিউবে "আওয়ামী লীগ নেতা এনু-রুপনের বাসায় টাকার পাহাড়" ক্যাপশনে উক্ত অভিযানের একটি ভিডিও প্রতিবেদনের দৃশ্যের সাথে আলোচ্য ভিডিওতে দেখতে পাওয়া অভিযানের হুবহু মিল পাওয়া যায়। যেখানে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল রাকিবুল হাসান ও র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমকে বসে থাকতে দেখা যাচ্ছে।

Full View

বিভ্রান্তিকর দাবির ফেসবুক পোস্ট ও বাংলাভিশনের প্রতিবেদন থেকে নেয়া স্ক্রিনশটের তুলনা দেখুন--


এছাড়াও ইউটিউবে লালমোহন সাহা স্ট্রিটে র‍্যাবের ঐ অভিযানের একটি লম্বা দৈর্ঘ্যের আরও ভিডিও পাওয়া গেছে। এই ভিডিওর সাথেও বিভ্রান্তিকর দাবিতে করা ফেসবুক পোস্টের অভিযানের ফুটেজের সাথে সাদৃশ্য রয়েছে। দেখুন--

Full View

অর্থাৎ ভিডিও ফুটেজটি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের বাড়ি থেকে টাকা উদ্ধারের নয়।

প্রসঙ্গত ২০২০ সালে ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার এনামুল হক এনু ও রুপন ভূঁইয়া নামে দুই ভাইয়ের পুরান ঢাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে র‍্যাব প্রায় ২৭ কোটি টাকা জব্দ করে। পরে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) তদন্তে তাদের আরও অনেক অবৈধ সম্পদের সন্ধান পায়। তবে একধিক সার্চ করেও নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে অভিযান বা অর্থ উদ্ধারের কোনো সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং দুই বছর পুরোনো ভিন্ন ঘটনার একটি ভিডিওকে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে র‍্যাবের অভিযানের বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories